প্রশ্ন: ২২৯ : অজুর সুন্নত কয়টি ও কি কি ?

ওযুর মধ্যে ১৮টি সুন্নত ঃ
১. নিয়ত করা। ২. ওযুর শুরুতে উভয় হাত কব্জিসহ ধোয়া। ৩. বিসমিল্লাহ পড়া। ৪. মিসওয়াক করা। ৫. তিনবার কুলি করা। ৬. তিনবার নাকে পানি দিয়ে পরিষ্কার করা। ৭. ঘন দাড়িতে খিলাল করা।
৮. হাত-পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা ৯. ফরজ ও সুন্নত কাজগুলো তিনবার করে করা। ১০. সম্পূর্ণ মাথা মাসেহ করা। ১১. উভয় কান মাসেহ করা। ১২. অঙ্গসমূহ হাত লাগিয়ে ভালো করে ধোয়া।
১৩. এক অঙ্গ ধোয়ার পর দেরি না করে অন্য অঙ্গ ধোয়া। ১৪. ধারাবাহিকতা বজায় রাখা। ১৫. প্রত্যেক অঙ্গ ডান দিক থেকে আরম্ভ করা ১৬. হাত ও পা আঙ্গুলের দিক থেকে ধোয়া আরম্ভ করা।
১৭. মাথা মাসেহ সামনের দিক হতে আরম্ভ করা। ১৮. গর্দান মাসেহ করা।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...