উত্তর:
সুনান আবু দাউদ :: তালাক অধ্যায় ১৩
হাদিস ২১৯৭
হুমায়দ ইবন মাস‘আদা--মুজাহিদ (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আববাস (র) - এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলে যে, সে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে। তখন তিনি চুপ করে থাকেন, যাতে আমার মনে হয়, তিনি ( ইবন অববাস) তাকে ঐ স্ত্রী পুনরায় গ্রহণের জন্য নির্দেশ দিবেন। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, তোমাদের কেউ যেন এখান থেকে গমণপূরবক আহ্মকের মত কাজ না করে এবং বলে, হে ইবন আববাস! আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেছেনঃ ‘‘ আর যে ব্যক্তি আল্লাহ্ কে ভয় করে, তার জন্য পরিত্রাণের কোন পথ দেখছি না। তুমি তোমার রবের নাফরমানী করেছ এবং তোমার স্ত্রীকে তোমার নিকট হতে পৃথক করে দিয়েছ। অথচ আল্লাহ্ তা‘আলার নির্দেশঃ ‘‘ হে নবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে, তখন তাদের ইদ্দতের মধ্যে তাদের তালাক দিবে।’’
আবূ দাঊদ , শু‘বা, আইউব, ইবন জুরায়জ ও আ‘মাশ প্রমুখ রাবীগণ - সকলেই ইবন আববাস (রা) হতে উক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন যে, তিনি এটাকে তিন তালাক হিসাবে গ্রহণ করেছেন। ইমাম আবূ দাঊদ (র) বলেন, হাম্মাদ ইবন যায়িদ --ইবন আববাস (রা) হতে বর্ণনা করেন যে, যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে একই সাথে তিন তালাক প্রদান করবে তাতে এক তালাকই হবে। Grade: Sahih (Al-Albani)
=========================
এক সাথে তিন তালাক দিলে তা তিন তালাক হবে নাকি এক তালাক হিসেবে গণ্য হবে, এ নিয়ে মতভেদ আছে। বেশীর ভাগ আলেমের মতে এক সাথে তিন তালাক দিলে তা তিন তালাক হিসেবেই কার্যকর হবে, তবে, কোনো কোনো আলেমের মতে এক সাথে তিন তালাক দিলে তা এক তালাক হিসেবেই গন্য হবে, কেননা, এক তুহুরে একটির বেশী তালাক দেওয়া যায়না। তাদের মতে কুরআনে বলা হয়েছে, তালাক হলো দুইবার , এরপর হয় রাখবে না হয় বিদায় করে দিবে। আর এই দুই তালাকও দুই তুহুরে দিতে হবে।
==========================
No comments:
Post a Comment