প্রশ্ন: ২২৬ : চাদর গায়ে দিয়ে নামাজ পড়ার বিধান।

(১) নামাযে ’সদল’ অর্থাৎ কাপড় ঝুলিয়ে দেওয়া মাকরুহে তাহরীমি । যেমন: মাথা বা কাঁধের উপর চাদর কিংবা রুমাল ইত্যাদি এমনভাবে রাখা যে, উভয় প্রান্ত ঝুলতে থাকে । হ্যাঁ, যদি এক প্রান্ত এক কাঁধের উপর রাখা হয় এবং অপর প্রান্ত ঝুলতে থাকে তাহলে অসুবিধা নেই ।

(২) আজকাল কিছু কিছু লোক এক কাঁধে এমনভাবে রুমাল রাখে যে, তার এক প্রান্ত ঝুলে থাকে পেটে, অপর প্রান্ত পিঠে । এভাবে নামায পড়া মাকরুহে তাহরীমি ।
(বাহারে শরীয়ত-১ম খন্ড পৃ: ৬২৪)

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...