প্রশ্ন: ২০৭ : ইসলামে কি গণতন্ত্র জায়েয ?

উত্তর : ইসলামে নিয়ন্ত্রিত গণতন্ত্র জায়েজ, শুধু জায়েজই নয়, বরং জরুরী এবং ফরজ।

দলিল : সুরা আলে ইমরানের ১৫৯ নং আয়াত :

(হে রাসূল!) আল্লাহর পক্ষ থেকে এ এক অনুগ্রহ যে, তুমি তাদের প্রতি দয়ার্দ্রচিত্ত হয়েছ। যদি তুমি রুক্ষ মেজাজ ও কঠিন হৃদয়সম্পন্ন হতে তবে অবশ্যই তারা তোমার চারপাশ থেকে ছত্রভঙ্গ হয়ে যেত। সুতরাং তুমি তাদের ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজের ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ কর, অতঃপর যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ কর তখন আল্লাহর ওপর নির্ভর কর ; (কেননা,) আল্লাহ তাঁর ওপর নির্ভরকারীদের ভালবাসেন।

এ আয়াতে দেখুন স্পষ্ট ভাষায় ‍উল্লেখ আছে “এবং কাজের ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ কর।’ 

সুতরাং ইসলামে নিয়ন্ত্রিত গণতন্ত্র ফরজ। 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...