প্রশ্ন: ১৭৮ : মাসবুকের নামাজ । কোন ব্যক্তি যদি জুমার নামাজ এবং ঈদের নামাজ কোন কারণবশত এক রাকাত না পায় তাহলে ওই এক রাকাত কিভাবে পড়বে? বিস্তারিত বুঝিয়ে জানালে অনেক খুশি হব।

উত্তর: ঈদের ও  জুমার নামাজে এক রাকায়াত না পেলে করনীয় :

নামাজের জামাতে যে ব্যক্তির শুরুতে এক বা তার অধিক রাকাত ছুটে যায়, তাকে 'মাসবুক' বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থায় পাবে, ওই অবস্থায়ই ইমামের সঙ্গে নামাজে শরিক হয়ে যাবে এবং যথারীতি নামাজ আদায় করবে। যদি সে জুমআর নামাজের  প্রথম রাকাতের রুকুতে শরিক হতে না পারে, এর মানে হলো সে প্রথম রাকাত পেলনা, এক্ষেত্রে সে ইমামের সঙ্গে বাকি একরাকাত  নামাজ আদায় করে শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর সে তার ছুটে যাওয়া রাকাত যথানিয়মে আদায় করে নেবে । আর ঈদের নামাজের ক্ষেত্রে  ছুটে যাওয়া  এক রাকাতের জন্য দাড়িয়ে প্রথমে অতিরিক্ত তিন তাকবীর দিয়ে নেবে , এরপর যথারীতি একরাকায়াত নামাজ  আদায় করে বসে আত্তাহিয়্যাতু ও দরূদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। 


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...