প্রশ্ন: ১৬২ : হায়েজ সেরে জাওয়ার এক দু দিন পর মাঝে মধ্যে একটুমাত্র হলে নামাজ চলবে কি ?

দেখতে হবে আপনার সর্বোচ্চ মুদ্দত / সময় সীমা কতদিন। মনে করেন দশ দিন। এবং সর্ব নিম্ন সময় সীমা মনে করেন সাত দিন। এখন সাত দিন পর আপনি সেরে উঠলেন এবং নামাজ পড়া শুরু করলেন। কিন্তু ৮ম দিনে আবার দেখা গেল। সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে দিবেন এবং ১০ দিন পূর্ণ করে নামাজ পড়বেন। ১০ দিন পূর্ণ করে নামাজ যখন পড়া শুরু করলেন, এরপর দেখা গেলে আর সমস্যা নেই, সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। গোসল করে নামাজ পড়ে নিবেন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...