প্রশ্ন: ১৫৫ : রিযিক্ব বৃদ্ধির উপায় ।

রিযিক্ব বৃদ্ধি বিষয়টা আপেক্ষিক, একজন ব্যক্তির প্রচুর টাকা আছে কিন্তু তার এমন রোগ যে কিছুই খেতে পারেনা, এই ব্যক্তির রিযিক্ব কিন্তু সংকুচিত।

রিযিক্ব বলতে সুস্থতা, সচ্ছলতা, বিপদ আপদ মুক্ত থাকা, শান্তিতে থাকা, আল্লাহর ইবাদত করার তৌফিক লাভ করা, সঠিক পথে থাকার তৌফিক্ব লাভ করা ইত্যাদি বুঝায়।

আসলে রিযিক্ব বৃদ্ধির উপায় হচ্ছে সঠিক ভাব আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। তাহলেই রিযিক্ব বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...