প্রশ্ন : ১১৭ : চার রাকায়াত নামাজে দুই রাকাতের বৈঠকে আত্তাহিয়্যাতু এবং কোরবানী প্রসঙ্গে ।

প্রশ্ন: আস্সালামু আালাই কুম ওয়া রাহমাহতুল্লাহচার রাকাত সুন্নত নামাজ দু'রাকাত বৈঠকে পুরো আত্তাহিয়াতু পড়তে হবে নাকি আসহাদু আন্না মুহাম্মাদান আবদুওয়া রাসুলু এপর্যন্ত পড়লেই হবে।আর শেষের দু রাকাতে কি সুরা ফাতেহার সাতে অন্য সুরা মেলাতে হবে।কুরবানী প্রসঙ্গে:-আমরা একটি গরুকে সাত শরীকে কুরবানী করা ইসলামে কতটুকু গ্রহনযোগ্য। সাত ব্যাক্তির আকিদা সাত রকম।কেউ বলে আত্মিয় স্বজন আসবে। তাই কুরবানী। উত্তর গুলোর পেলে উপকৃত হব। আল্লাহ পাক আপাদের উত্তম ঝাঝা দান করোক।

উত্তর : ১। আসহাদু আন্না মুহাম্মাদান আবদুওয়া রাসুলু - এপর্যন্ত পড়লেই হবে।


২। কুরবানীর মাসলা মাসায়েল সম্বন্ধে আমার একটি এ্যাপ আছে : এ্যাপটি ডাউনলোড করে নিন। আশা করি কুরবানী সংক্রান্ত আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এ্যাপটিতে যা রয়েছে ঃ
১। কুরআন সুন্নাহ অনুযায়ী কুরবানী
২। কুরবানীর পশু জবেহ করার নিয়ম
৩। কুরবানীর পশু জবেহ করার দোয়া
৪। কুরবানীর প্রধান প্রধান মাসআলাহ সমূহ
৫। কুরবানী সংক্রান্ত ৩০০টিরও অধিক প্রশ্নোত্তর ও ফতোয়া
৬। কুরবানীর ইতিহাস।
এ ছাড়াও এ্যাপটিতে প্রশ্নের অবস্থান সেভ করা এবং প্রশ্নোত্তর কপি পেস্ট করার সুব্যবস্থা রয়েছে।
মহান আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন সকল মুমিন মুসলমানের নিকট এ্যাপটি পৌছিয়ে দেন। আমীন।
ডাউনলোড লিংকঃ

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...