প্রশ্ন: ৫৭ : মায়ের আপন চাচাতো বোনকে বিয়ে করার অনুমতি কি ইসলাম দেয়?

জিজ্ঞাসা : আমার জন্য আমার মায়ের চাচাতো বোনকে বিবাহ করা জায়েয হবে কিনা?– মামুনুর রহমান বাবু
জবাব: হ্যাঁ, মায়ের চাচাতো বোনের সাথে বিয়ে জায়েয। কেননা মায়ের চাচাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। (সূরা নিসা ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

1 comment:

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...