প্রশ্ন : ৬০ : শুয়ে শুয়ে মোবাইলে কুরআন পড়া যাবে কি

জ্বী যাবে। 

যেহেতু ইবাদত যেকোন অবস্থায় হয়। শুয়ে থাকেন অথবা বসে থাকেন রাস্তায় থাকেন, গাড়িতে থাকেন  অথবা বাড়িতে। এক কথায় সব সময়-ই ইবাদত হয়।

তাহলে অবশ্যই কোরান পড়া যাবে এবং খতম করাও যাবে। আপনি অনুরুপ সওয়াব পাবেন। ইনশাআল্লাহ্!!!

5 comments:

  1. দলিল পেশ করলে উপকৃত হতাম।

    ReplyDelete
  2. দলিল দিতে পারবেন কেও প্লিজ

    ReplyDelete
  3. বাংলায় কোরআন পড়া এবং আরবিতে কোরআন পড়া দুটো কি সব হবে?

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...