প্রশ্ন ৩৭ঃঃ চাউল বা টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে?

বাচ্চু মিয়া ----01.06.2019 তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফিতরা ---প্রশ্ন-বিস্তারিত:

চাউল দিয়ে কি ফিতরা আদায় করা যাবে?

উত্তর দিয়েছেন আসলাম সাঈদী ভাইঃ

Aslam Sayedee

#চাউল দিয়ে ফিতরা আদায় করা বেদ‌আতঃ
সদাকায়ে ফিতর সম্পর্কিত হাদীসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিসমিস ও গম।
,
চাউল দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। রাসুল (সা) চাল দিয়ে ফিতরা দেননি এবং দিতেও বলেননি, তাই হাদিসের বাহিরে গিয়ে চাউল দিয়ে ফিতরা দেওয়া বৈধ হবে না বরং এটি বেদ‌আত।
#যদি চাল দিয়ে ফিতরা আদায় করা বৈধ ফতোয়া দেওয়া হয়ে থাকে তাহলে তা জনগণের উপকারের কথা ভেবে দিতে হবে। যেহেতু আমাদের দেশে চাল হচ্ছে প্রদান খাদ্যদ্রব্য ফসল। আর হাদীসে বর্ণিত খাদ্যগুলো আমাদের দেশের জন্য খুব একটা উপকারী নয়, তাই চাল দিয়ে দেওয়া যেতে পারে।
এখন উপকারের কথা ভেবে যদি চাল দিয়ে ফিতরা আদায় করা জায়েজ হয়ে থাকে তাহলে একই উপকারের কথা ভেবে টাকা দিয়ে ফিতরা আদায় করা কেনো জায়েজ হবে না? বরঞ্চ মানুষের জন্য চাউলের চাইতে টাকার প্রয়োজন আরও বেশি।
,
যদি বলা হয় হাদিসে টাকার কথা বলা হয়নি এই জন্য টাকা দেওয়া যাবে না তাহলে একই কথা তো জুমার খুতবার বলায়‌ও বলা যেতে পারে যে, রাসূলুল্লাহ আরবীতে খুতবা দিয়েছেন , বাংলায় খুতবা দেন নি, তাই বাংলায় খুতবা দেওয়া জায়েজ হবে না। তখন আবার উদ্দেশ্যের দিকে খেয়াল করে জুমার খুতবা কেউ বাংলা বাংলায় বলা জায়েজ মনে করেন আবার কেউ ওয়াজিব‌ও বলে থাকেন।

#আমি বলি, যে উদ্দেশ্যে আরবি ভাষার পরিবর্তে বাংলায় খুতবা দেওয়া জায়েজ, এক‌ই উদ্দেশ্যে খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়াও জায়েজ।
এটা দিলাম যুক্তি। যদি আপনি দলিলের দিকে যান এর স্বপক্ষে দলিলও দেখতে পাবেন। সাহাবীদের যুগ থেকে দিনার‍-দিরহাম দিয়ে ফিতরা দেওয়ার প্রচলন চলে আসছে। হযরত মুয়াবিয়া তাঁর শাসনামলে দিরহাম দিয়ে ফিতরা দিয়েছিলেন , হযরত ওমর ইবনে আবদুল আজিজ তাঁর শাসনামলে রাষ্ট্রীয়ভাবে দিনার ও দিরহাম দিয়ে ফিতরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

#অতএব যে উদ্দেশ্যে চাল দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, বাংলা ভাষায় খুতবা দেওয়া জায়েজ, এক‌ই উদ্দেশ্যে টাকা দিয়েও ফিতরা দেওয়া জায়েজ । আর যদি বলা হয় যে, হাদিসে খাদ্যদ্রব্যের কথা আছে তাই টাকা দেওয়া যাবে না তাহলে হাদীসে বর্ণিত পাঁচটি খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না এবং বাংলায় খুতবা দেওয়াও যাবে না। এখন আপনারা কোন দিকে যাবেন, সেটা দেখার বিষয়।
فهل إلى خروج من سبيل

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...