প্রশ্ন-৫-বিস্তারিত: বর্তমানে প্রচলিত ইসলামী আন্দোলনের সাথে রাসুল সাঃ এর সময় প্রচলিত জিহাদের সাদৃশ্য আছে কি? যদি সাদৃশ্য থেকে থাকে তাহলে তা কিভাবে?



উত্তর : জ্বি সাদৃশ্য আছে।

রাসুল সা: মদীনায় হিজরতের আগ পর্যন্ত অস্ত্র হাতে তুলে নেননি, বরং দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে এমন একদল সীসা ঢালা প্রাচীরের ন্যায় জানবাজ কর্মী বাহিনী তৈরী করেছিলেন যারা ইসলামের খাতিরে  নিজেদের সর্বস্ব জান মাল পৈত্রিক ভূমি সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন এবং তারা একে অপরে একটি মজবুত সংগঠনের অধীনে প্রশিক্ষণ লাভ করছিলেন এবং  একজন কমান্ডারের কমান্ড মেনে চলতে তারা বাধ্যানুগত ছিলেন।

অতএব, এ কর্মপন্থা যে জামায়াতের মধ্যে দেখতে পাবেন, সেই জামায়াতই প্রকৃত জামায়াত এবং তাতে শামিল হওয়ার চেষ্টা করুন। 

মদীনায় ক্ষমতা লাভ করার পরই আল্লাহর রাসুল সাা: অস্ত্র নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

Detalis


প্রশ্নোত্তর এ্যাপের লিংক :  Download

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...