প্রশ্ন-৭: গোসলের ফরয কয়টি, ফরয গোসলের নিয়ত করা কি ফরয?

প্রঃ গোসলের ফরজ কয়টি?
উঃ গোসলের ফরজ ৩টি ঃ
১. কুলি করা। ২. নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা। ৩. সারা শরীর ১ বার ধোয়া।
(নিয়ত করা ফরজ নয়)
প্রঃ গোসলের সুন্নত কি কি?
উঃ ১. গোসলের নিয়ত করা। ২. শরীরের কোথাও নাপাকী থাকলে প্রথমেই তা ধুয়ে ফেলা। ৩. ওযু করা। ৪. শরীর ঘষে-মলে পরিষ্কার করা। ৫. সারা শরীর ৩ বার পানি দিয়ে ধোয়া।
প্রঃ তায়াম্মুম কাকে বলে?
উঃ পবিত্রতা অর্জনের জন্য ওযু এবং গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা হাত ও মুখম-ল মাসেহ করাকে তায়াম্মুম বলে।
প্রঃ কোন কোন অবস্থায় তায়াম্মুম করা জায়েয?
উঃ ওযু বা গোসলের জন্যে পবিত্র পানি না পাওয়া গেলে। কূপ আছে, কিন্তু পানি উঠানোর আসবাব না থাকলে।
পুকুর বা নদী অন্তত ১ মাইল দূরে হলে। ১ মাইলের ভিতর পুকুর বা নদী আছে, কিন্তু পথে শত্রুর ভয় থাকলে।
পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে।
অথবা নতুন কোন রোগ সৃষ্টির ভয় থাকলে।
প্রঃ তায়াম্মুমের ফরজ কয়টি?
উঃ তায়াম্মুমের ফরজ ৩টি ঃ
১. নিয়ত করা। ২. সমস্ত মুখম-ল মাসেহ করা। ৩. উভয় হাত কনুইসহ মাসেহ করা।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান


প্রশ্ন করার জন্য প্রশ্নোত্তর এ্যাপের লিংক :  Download

2 comments:

  1. একবার মাটিতে হাত মেরে দুটাই করা যাবে,নাকি দুইটার জন্য দুইবার মাটিতে হাত মারতে হবে?

    ReplyDelete
  2. নিয়ত কি মুখে পড়তে হবে

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...