আল কুরআন এবং তাফহীমুল কুরআন বাংলা ও আরবী সার্চ, মানচিত্রসমূহ, প্রতিটি শব্দের শব্দার্থ ও ১৭ জন ক্বারীর তিলাওয়াত (আরবী কীবোর্ড সহ)
( AL QURAN SEARCH AND MAPS APK FOR ANDROID, BUILT IN ARABIC KEYBOARD)
আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। (আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওয়া আলাল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত) ।
.
তাফহীমুল কুরআনের (Read, Search, Explore, Copy, Share, Save) এ্যান্ড্রয়েড এ্যাপটি ডেভেলপ করা শেষ হল।
তাফহীমুল কুরআন এর ব্যবহার বিধির ভিডিও দেখুন।
এ মাসে আলহামদুলিল্লাহ এ্যাপটির পুনরায় আপডেট দেওয়া হলো।
আপডেট : মে/2019 :
এই এ্যাপে তিলাওয়াত শুনার জন্য ২ টি পদ্ধতি রাখা হয়েছে :
১) যদি দেখে দেখে পড়তে ও শুনতে চান তবে কুরান অধ্যয়ন বিভাগ থেকে শুনবেন। প্রতিটি আয়াত তিলাওয়াত হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট আয়াতটি স্ক্রীণের সামনে এসে যাবে ।
২) অথবা, শুধু তিলাওয়াত শুনতে চাইলে হোম স্ক্রীনের একদম নিচের দিকে দেখুন তিলাওয়াত বিভাগ, সেখান থেকে তিলাওয়াত শুনুন, তাহলে এ্যাপ মিনিমাইজ করে রাখলে অথবা স্ক্রীন অফ করে রাখলেও ব্যাকগ্রাউন্ডে তিলাওয়াত চলতে থাকবে, ইনশা আল্লাহ।
এই আপডেট এ শব্দার্থ থেকে আরবী সার্চ, এই অপশনটি নতুন যোগ করা হয়েছে। এছাড়া নাইটমোড যোগ করা হয়েছে। এছাড়াও তাফহীমুল কুরানের মূল আকর্ষণ, বিভিন্ন টিকা সমুহে বর্ণিত অন্যান্য টিকায়ও দেখুন, এমন রেফারেন্স এ ক্লিক করলে সংশ্লিষ্ট টিকাটি বা আয়তটি পাওয়া যাবে, এই অপশন তো থাকছেই। মুহতারাম Apu Ahmed ভাই সহ অনেকেই এই জিনিসটি চেয়েছিলেন।
এক ভাই জানতে চেয়েছিলেন, সার্চ কিভাবে করবো?
উত্তর হলো, আরবীতে সার্চ করার জন্য এই এ্যাপে তিনটি অপশন আছে, (হয়তো কেউ আরবী লিখতে পারে অথবা পারেনা)ঃ
১) আলকুরান সার্চ> আরবী সার্চ,
এখানে আরবী কীবোর্ড আছে, আরবী লিখে সার্চ করতে পারবেন। এছাড়াও জেরজবর সহ অথবা জের জবর ছাড়া কুরানের যে কোন আয়াতংশ এখানে কপি পেস্ট করেও সার্চ করতে পারবেন।
২) সার্চ সাজেশন> আল কুরআন ওয়ার্ড
এখানে পুরো কুরআন শরীফের ওয়ার্ড গুলো আছে, যে কোন ওয়ার্ডের উপর ক্লিক করে 'আল কুরআনে খুজুন' বাটনে ক্লিক করুন। শব্দটির আলকুরানের সার্চ রেজাল্ট পাবেন।
৩) কুরআন অধ্যয়ন> আরবী অধ্যয়ন
এই বিভাগের মূল পেইজে আরবী আয়াতের উপর ক্লিক করলে সে আয়াতের প্রতিটি শব্দের শব্দার্থ পাবেন, শব্দার্থের যে কোন আরবী শব্দে ক্লিক করলে সেই শব্দটির আলকুরানে সার্চ রেজাল্ট পাবেন।ইনশায়াল্লাহ। এতে কুরান স্টাডির এক দিগন্ত উন্মোচিত হবে ইনশআল্লাহ। কারন আপনি যে আয়তটি পড়ছেন সেই আয়াতের শব্দগুলো কুরানের আর কোন কোন আয়াতে ব্যবহৃত হয়েছে এবং সেই আয়াত সমুহে সে সম্পর্কে কি কি বলা হয়েছে, পুরো বিষয়টা কুরান থেকে বুঝে ফেলতে পারবেন ইনশআল্লাহ। শুধু তাই নয় প্রয়োজনে শব্দটি কীবোর্ড থেকে এডিট করেও সার্চ করতে পারবেন, সে সুযোগও রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ।
এছাড়াও অনুবাদ, তাফসীর এবং ভুমিকা সমুহ বাংলা শব্দ দিয়ে সার্চ করতে পারবেন। নাইট মোড থাকছে। যে আয়াতের তাফসীর তা টিকা নাম্বারে ক্লিক করলে একই সাথে আরবী, বাংলা এবং তাফসীর গুলো পাওয়া যাবে। Aslam Sayedee ভাই সহ অনেকেই এরকমটি চেয়েছিলেন। যে কোন আয়াত বা তাফসীর দিয়ে নিজস্ব নোট তৈরী করার সুবিধা ইত্যাদি।
MK Rahman ভাইসহ আরো অনেক ভাই ইনবক্সে এ্যাপটি সুন্দর করার জন্য যথেষ্ট পরামর্শ দিয়েছেন। এছাড়া যার প্রমোট করে এ্যপটির প্রচার প্রাসারে সহযোগিতা করবেন/করেছেন, আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, এই এ্যাপটি যেন কুরআন স্টাডি, এবং কুরান বুঝা, হৃদয়ংগম করা, কুরান গবেষণা এবং কুরান অনুযায়ী পথ চলার জন্য এক উল্লেখযোগ্য টুলস/হাতিয়ার হিসেবে মহান আল্লাহ কবুল করে নেন। আমীন।
রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামীউল আলীম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়্যাবুর রাহীম।
Tag: Tafheem, Tafhim, Tafheemul, Tafhimul, Quran, Bangla, Tafsir, Tafseer, তাফহীম, তাফহিম, তাফহিমুল, তাফহীমুল, কুরআন, কোরআন, বাংলা, তাফসীর, তাফসির, ইসলামী প্রশ্ন, ইসলামী জীবন জিজ্ঞাসা, ইসলামী প্রশ্নোত্তর, বাংলা কুরআন, শব্দার্থে কুরআন, আল কুরআনের শব্দার্থ, word meaning of Alquran, Arabic to bangla word meaning.
.
এই এ্যাপে যে মূল ফিচার গুলো রয়েছে :
.
১। এক পৃষ্ঠায় তাফহীমুল কুরআনের পুর্ণাঙ্গ তাফসীর ২। আল কুরআন সার্চ (আরবী), তাফসীর সার্চ (বাংলা/আরবী), ৩। ১১৪ টি সুরার ভূমিকা এক পৃষ্ঠায় ৪। মানচিত্র ৫। সার্চ সাজেশনে পুরো কুরআন শরীফের প্রতিটি শব্দ । ৬। যেখানে পড়ছিলেন ৭। যে কোন টিকা/আয়াত। ৮। কপি , শেয়ার ৯। সেভ - যে কোন সার্চ কী-ওয়ার্ড সেভ করার মাধ্যমে নিজস্ব বিষয় অভিধান তৈরী। ১০। আরবী ও বাংলা ফন্ট চেঞ্জ এবং ফন্ট ছোট বড় করার অপশন। ১১। বিল্ট ইন এ্যারাবিক কীবোর্ড । ১২। ফুল স্ক্রীণ রীডিং।
.
সংক্ষিপ্ত আকারে ফিচারগুলো সম্পর্কে কিছু তুলে ধরা হলো:
.
১। পুরো ১৯ খন্ড তাফহীম একটা ভিউতে ( মানে এক পৃষ্ঠায়) দেওয়া হয়েছে। মজাটাই আলাদা। ফার্স্ট স্ক্রল এনাবল করা আছে, যার ফলে অতি দ্রুত স্ক্রল বার ধরেই মুহুর্তের মধ্যে যে কোন সুরার যে কোন আয়াতে বা টিকায় যেতে পারবেন। এছাড়াও সাথেই স্পিনার রয়েছে। প্রথম স্পিনার থেকে সুরার নম্বর এবং দ্বিতীয় স্পিনার থেকে আয়াত নম্বর সিলেক্ট করে ‘Go' বাটনে ক্লিক করলেও যে কোন সুরার যে কোন আয়াত/আরবী/অনুবাদ/তাফসীর স্ক্রীণে উপস্থিত হবে।
২। সার্চ : সার্চ করার জন্য আরবী/অনুবাদ/তাফসীর/ভূমিকা - প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা এ্যাকটিভিটি।
.
.
৩। ভূমিকা: এক পৃষ্ঠায় ১১৪ টি সুরার ভূমিকা পড়ার জন্য আলাদা এ্যাকটিভিটি রয়েছে। যেখানে স্পিনার থেকে সুরার নাম সিলেক্ট করে যে কোন সুরার ভূমিকা মুহুর্তেই পেয়ে যাবেন।
.
.
.
৪। মানচিত্র: কুরআনে বর্ণিত ঘটনাবলী কোন গাল গল্প নয়, বরং এ পৃথিবীতে ঘটে যাওয়া বাস্তব ইসলামী আন্দোলন এবং আমাদের বিজয় গাঁথা। সুরায় বর্ণিত ঘটনাবলীর সাথে সংশ্লিষ্ট মানচিত্র গুলো আলাদা এ্যাকটিভিটিতে যোগ করা হয়েছে। প্রতিটি মানচিত্রের জন্য আলাদা বাটন, অটোজুম, টুফিঙ্গার্স জুম, সোয়া্ইপ টু চেঞ্জ ভিউ, এবং আলাদা বর্ণনা বাটন যোগ করা হয়েছে, যেখানে ক্লিক করলে সংশ্লিষ্ট মানচিত্রটি সম্পর্কে তাফসীরের যে স্থানে (টিকা/ভূমিকায়) বর্ণনা রয়েছে সে স্থানটি ওপেন হবে, এবং ঠিক যে স্থানে এ সম্পর্কে আলোচনা রয়েছে তার প্রথম কয়েকটি শব্দ হাইলাইট হয়ে থাকবে।
.
.
.
.
৫। সার্চ সাজেশন : সার্চ সাজেশন হিসেবে রয়েছে আল কুরআনের প্রতিটি শব্দ সহ বাংলা ইংরেজী মিলিয়ে প্রায় ৪০০০০ শব্দের (ক) BENGALI: বিল্ট ইন ড্রপডাউন (খ) QURAN WORDS : বিল্টইন লিষ্ট এ্যাকটিভিটি। যে কোন শব্দ লংপ্রেস করে সিলেক্ট করার পর আরবী, অনুবাদ, তাফসীর, ভূমিকা - যে কোন বাটনে প্রেস করে সংশ্লিষ্ট এ্যাকটিভিটিতে সার্চ করতে পারবেন। সার্চ সাজেশন অথবা Reading Activitiy গুলোর “Hints” বাটনে ক্লিক করেও সাজেশনে যেতে পারবেন।
.
.
.
.
.
.
৬। যেখানে পড়ছিলেন (Reading Position Save) : এ্যান্ড্রয়েডে তাফসীর পড়ার একটি অসুবিধা ছিল কোন পর্য ন্ত পড়া হয়েছে তা সেভ করে রাখার ব্যবস্থা ছিলনা। আলহামদুলিল্লাহ এই এ্যাপে সেই অসুবিধা দুর করা হয়েছে। ‘কুরআন অধ্যয়ন’ বিভাগে আরবী, অনুবাদ, তাফসীর, টিকা, ভূমিকা - প্রতিটি সেকশনের জন্যই Reading Position Save এর ব্যবস্থা করা হয়েছে। তাই যেখানেই আপনি পড়ুন না কেন পড়া শেষ করে ‘সেভ’ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। পরে আবার যখন পড়বেন “যেখানে পড়ছিলেন’ বাটনে ক্লিক করে অথবা ”লোড” বাটনে ক্লিক করলেই আপনার পড়ার অবস্থানটি লোড হবে। এভাবে নিয়মিত পড়ার অবস্থান সেভ করে পড়তে থাকলে আপনি পুরো তাফসীরটি পড়া শেষ করতে পারবেন ইনশাআল্লাহ।এছাড়াও প্রতিটি সেকশনের জন্যই আলাদা ‘সেভ’ ও ‘লোড’ বাটন রয়েছে। আরবী কতটুকু পড়েছেন, অনুবাদ কতটুকু পড়েছেন, তাফসীর বা ভূমিকা কোন পর্যন্ত পড়েছেন - প্রতিটি ক্ষেত্রেই সেই অবস্থান গুলো সেভ করে রাখতে পারবেন।
.
৭। যে কোন টিকা:: যেমন ধরুন সুরা আহক্বাফের ৩ নং আয়াতের তাফসীরে অন্যান্য সুরার প্রায় ১৩ টি টিকার রেফারেন্স দেওয়া হয়েছে। কিন্তু আয়াত নম্বর উল্লেখ করা হয়নি। কারণ তাফহীমুল কুরআন হচ্ছে একটি ইনডেক্সিং তাফসীর। সংশ্লিষ্ট টিকাগুলোতে একই বিষয়বস্ত বর্ণিত হওয়ার কারণে এখানে শুধুমাত্র টিকা নম্বর উল্লেখ করা হয়েছে। তাই টিকাটি কত নং আয়াতে তা খুজে বের করতে হয়। কিন্তু আমরা ’টিকা’ অধ্যায়ে একটি নতুন এ্যাকটিভিটি যোগ করেছি। যেখানে আয়াত নম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র সুরার নাম আর টিকার নম্বর সিলেক্ট করলেই সংশ্লিষ্ট টিকাটি আপনার সম্মুখে হাজির হবে। এবং এ টিকাটি সংশ্লিষ্ট সুরার কত নম্বর আয়াতের তাও জানতে পারবেন।
.
.
৮। Copy / Share: ডাবল ট্যাপ/ক্লিক করলে ম্যানুয়াল সিলেকশন ও কপি অপশন এনাবল হবে। আর লংপ্রেস করলে আরবী আয়াত অথবা ব্যাখ্যাসহ পুরো আয়াতটি কপি হবে, এবং সাথে সাথে পরবর্তী এ্যাকটিভিটি ওপেন হবে। এরপর এ্যাপবার থেকে শেয়ার মেনুতে ক্লিক করলে ফেসবুক/জিমেইল ইত্যাদির শুধুমাত্র Post অপশনটি এনাবল হবে (এই এ্যাপের মধ্যেই)। এরপর লংপ্রেস করে পেষ্ট করুন, এবং পোষ্ট বাটনে ক্লিক করুন। এবার মোবাইলের ব্যাক বাটনে প্রেস করুন। আপনি যেখানে পড়ছিলেন সেই অবস্থানটিই থাকবে।
.
৯। Save: তৈরী করে ফেলুন আপনার নিজস্ব বিষয় অভিধান : সার্চ সেকশনেও “সেভ” বাটন রয়েছে। এখানে ক্লিক করে যে কোন সার্চ কী-ওয়ার্ড সেভ করার মাধ্যমে নিজস্ব বিষয় অভিধান তৈরী করে ফেলতে পারবেন। তাফসীর পড়তে থাকুন, যে শব্দটি আপনার পছন্দ হয় কপি করে সার্চ বক্সে পেষ্ট করুন এরপর সার্চ করুন। এবার যদি চান শব্দটি সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন, শব্দটি একটি তালিকা আকারে “ তালিকা “ বাটনে সেভ হতে থাকবে, যা পরবর্তীতে তালিকা বাটন ওপেন করে সংশ্লিষ্ট শব্দে ক্লিক করলেই তা সার্চ বক্সে চলে আসবে। এভাবে তাফসীর পড়তে থাকবেন এবং নিজস্ব বিষয় অভিধান তৈরী করতে থাকবেন। যেদিন তাফসীর পড়া শেষ হবে সেদিন আপনার নিজস্ব একটি বিষয় অভিধানও তৈরী হয়ে যাবে, ইনশাআল্লাহ। আরবী/অনুবাদ/তাফসীর/ভূমিকা চারটি এ্যাকটিভিটিতে ৩০,০০০ করে মোট ১,২০,০০০ শব্দ ( শব্দগুচ্ছ/লাইন) সেভ করে রাখতে পারবেন। এমনকি আপনার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার, দলিল নম্বর, ঠিকানা ইত্যাদিও সেভ করে রাখতে পারবেন।
.
.
.
১০। ফন্ট চেঞ্জ : কুরআন পড়ার সুবিধার্থে আরবী মোট ৯ টি ফন্ট এবং বাংলায় চারটি ফন্ট চেঞ্জ করার সুবিধা রয়েছে। এরমধ্যে আরবীতে কলকাতা ফন্ট এবং বাংলার জন্য বিখ্যাত Android RoboTo ফন্ট ইউজ করার সুবিধা রয়েছে। এই ফন্টটি বর্তমানে ফেসবুকের জন্য ব্যবহার করা হয়।
.
১১। বিল্ট ইন এ্যারাবিক কীবোর্ড : এই এ্যাপটি ইনষ্টল করার সাথে সাথে আপনার মোবাইলে একটি এ্যারাবিক কীবোর্ড ইনষ্টল হয়ে যাবে। আপনার মোবাইলের সেটিংস>ল্যাংগুয়েজ এ্যান্ড ইনপুট > ভার্চুয়াল কীবোর্ড > ম্যানেজ কীবোর্ড অপশনে গিয়ে “Tafheemul Quran keyboard" অন করে দিয়ে আসুন। এবার এই এ্যাপের এ্যারাবিক সার্চ বিভাগ ওপেন করে keyboard বাটন ক্লিক করুন তাহলেই আরবী কীবোর্ডটি নির্বাচন করতে পারবেন।
১২। ফুল স্ক্রীণ : কুরআন পড়ার সময় কোন এ্যাপবার থাকবে না, ফলে ফুলস্ক্রীণে সর্বাধিক স্থান নিয়ে কুরআন ও তাফসীর পড়া ও সার্চ করা যাবে। আর ফুল স্ক্রীণে কুরআন পড়ার মজাটাই আলাদা।
.
.
(বি:দ্র: অধ্যয়ন বিভাগে ‘সেভ’ বাটন ক্লিক করলে পড়ার অবস্থানটি সেভ হবে, আর সার্চ বিভাগে ’সেভ’ বাটন ক্লিক করলে সার্চ -কীওয়ার্ডটি বিষয় অভিধান তালিকায় সেভ হবে। )
.
পরিশেষে, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, যে তাঁর মহান কুরআন প্রচার ও প্রতিষ্ঠায় এ ক্ষুদ্র কাজটুকু করার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
.
Apu Ahmed, রিয়াদ মাহমুদ, পথিক পথিক, মো: শামীম আহমেদ সহ যারা উৎসাহ দিয়ে পাশে ছিলেন, যারা ইনবক্সে এ্যাপটির অগ্রগতি সম্পর্কে খোজ খবর নিয়েছেন, এমনকি আমার সহধর্মিনী - ব্যস্ততার কারণে তার সংসারে ঠিকমত সময় দিতে পারিনি তবুও হাসিমুখে যিনি আমার পাশেই ছিলেন, এমনকি রাতে যখন বাসায় বসে কাজ করেছি রাত ২টা/৩টায়ও আমাকে চা বানিয়ে দিয়েছেন, এছাড়াও পরবর্তীতে এই এ্যাপটি প্রচার প্রসারে যারা শেয়ার/প্রমোট/ট্যাগ করবেন, এই এ্যাপের উন্নয়নে পরামর্শ দেবেন - তাদের সবার জন্যই আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ইহকালে পরকালে উত্তম যাজা দান করেন।
====================================================
আপডেট : মে/2019 :
আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
অনেক দিন ধরে মনে আশা ছিল তাফহীমুল কুরআন এ্যাপের সাথে তিলাওয়াত যুক্ত করার । আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ মনের আশা পূরণ করেছেন। প্রতিটি আয়াতের সাথে প্লে বাটন আছে, তাতে ক্লিক করলেই আয়াতটি তিলাওয়াত হতে থাকবে, শুদ্ধ উচ্চারণ শেখা, মুখস্থ করা বা অনুধাবন করার জন্য রিপিট মোড যোগ করা হয়েছে। আপনি ইচ্ছাা করলে ভিউ মেনু থেকে রিপিট মোড অফ করেও দিতে পারবেন।
এছাড়াও স্ক্রীণের উপরের দিকে play>> বাটন রয়েছে, সেখানে ক্লিক করলে স্ক্রীণে যে আয়াত রয়েছে সেখান থেকে পুরো কুরআন আয়াত বাই আয়াত তিলাওয়াত হতে থাকবে, এবং যে আয়াাতটি তিলাওয়াত চলছে তা আয়াত বাই আয়াত স্ক্রীণের সামনে চলে আসতে থাকবে।
এছাড়াও আলাদা অডিও বিভাগও যোগ করা হয়েছে। সেখানে সুরা ভিত্তিক তিলাওয়াত শুনতে পারবেন এবং যে পর্যন্ত তিলাওয়াত শুনেছেন তার অবস্থান সেভ হয়ে থাকবে। পরবর্তীতে এ্যাপ চালু করলে ঠিক সেই সুরার সেই আয়াত থেকেই তিলাওয়াত শুনতে পারবেন এবং এভাবে ধীরে ধীরে আপনি পুরো কুরআনের তিলাওয়াত শুনে ফেলতে পারবেন। বিখ্যাত পাচজন ক্বারীর তিলাওয়াত সহ ইংরেজী অনুবাদের অডিও ও যোগ করা হয়েছে আলহামদুলিল্লাহ।
“অটো ব্যাকগ্রাউন্ড সেভিং সিস্টেম” (saving by async task) যোগ করা হয়েছে। অর্থাৎ, আপনি তিলাওয়াত শুনতে থাকবেন এবং তা আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে অটো সেভ হতে থাকবে। ফলে দ্বিতীয়বার বা পরবর্তীতে সেই তিলাওয়াতটি শুনতে আর ইন্টারনেট খরচ হবেনা। আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড সেভিং সিস্টেম অফ করে দিতে পারেন। তাহলে প্রতিবাার তিলাওয়াত শুনতে ইন্টারনেট সংযোগ লাগবে।
এবারের আপডেট এ অনলাইন সেভ এর ব্যবস্থা রয়েছে। Aslam Sayedee ভাই বিষয়টার জন্য অনুরোধ করেছিলেন। তাফসীরের ফন্ট ছোট বড় করার সিস্টেমও যোগ করা হয়েছে। MD Jomir Uddin ভাই এ্যাপের প্রূফ রিডিং দেখছেন, উনার জন্য সবাই দোয়া করবেন।
Apu Ahmed ভাই বলেছিলেন আপডেট দিলে তাকে যেন জানাই , তিনি প্রমোট পোষ্ট দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও ইতিপূর্বে Kutub Shah ভাই সহ অনেক ভাই প্রমোট দিয়েছেন, তাই সকল বন্ধুদের নিকট অনুরোধ থাকবে সবাই যেন কুরআন প্রচার ও গবেষণার স্বার্থে প্রত্যেকে আবারও প্রমোট পোষ্ট দিয়ে আলকুরআন সার্চ এ্যাপটির বহুল প্রচারে যথাসাধ্য প্রচেষ্টা রাখেন, ইনশাআল্লাহ। মহান আল্লাহ সকলের প্রচেষ্টা কবুল করে নিন । আমীন।
এ্যাপটির আপডেট ভার্সনে যা রয়েছে :
1. আরবী ও বাংলা শব্দ দিয়ে আলকুরআন সার্চ। ১৭ জন ক্বারীর কুরআন তিলাওয়াত।
2. শব্দার্থ : - আল কুরআনে ব্যবহৃত প্রতিটি আয়াতের প্রতিটি আরবী শব্দের বাংলা শব্দার্থ। যে কোন শব্দার্থের আরবী শব্দের উপর ক্লিক করলে সেই শব্দটি আলকুরআনে সার্চ হয়ে সংশ্লিষ্ট আয়াতগুলো সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
3. তাফহীমুল কুরআনের টিকাসমূহে অন্যান্য অনেক টিকার রেফারেন্স দেওয়া আছে। সেই রেফারেন্সে ক্লিক করলেই সংশ্লিষ্ট টিকাটি বা আয়াতটিও পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।
4. তাফহীমুল কুরআনে ব্যবহৃত সকল মানচিত্র এই এ্যাপে দিয়ে দেওয়া হয়েছে।
5. সকল সুরার ভূমিকা এবং তাফহীমুল কুরআনের ভূমিকা ও প্রসঙ্গ কথা। খতমে নবুওয়াত সংক্রান্ত সুরা আহযাবের ৭৭ নং টিকা পুর্ণাঙ্গ দেওয়া হয়েছে।
6. যেখানে পড়ছিলেন বিভাগে আরবী, অনুবাদ, তাফসীর অধ্যয়নের জন্য আলাদা আলাদা সর্বশেষ পাঠকৃত স্থান সংরক্ষণ।
7. আপনার মোবাইলে একটি নোটিফিকেশন যাবে “আজ কুরআন অধ্যয়ন করেছেন কি? শত ব্যস্ততার মাঝেও মাত্র কয়েক মিনিট ব্যয় করুন . “ - এই নোটিফিকেশনের উপর ক্লিক করলেই আপনার সর্বশেষ পাঠকৃত স্থান ওপেন হবে, এবং সেখান থেকে পড়া শুরু করতে পারবেন।
8. আরবী ও বাংলা মিলিয়ে প্রায় ১০ টি ফন্ট দেওয়া হয়েছে। এবং ফন্ট কালার, ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।
9. আরবী সার্চ সাজেশনে পুরো আল কুরআনের প্রতিটি শব্দ দেওয়া হয়েছে, সেখান থেকে আলকুরআন সার্চ করতে পারবেন।
10. হরকত বিহীন কুরআন অধ্যয়নের মজা পাবেন।
11. ইসলামী প্রশ্ন পাঠাবার সুযোগ, প্রশ্ন পাঠানোর সাথে সাথে তা এই এ্যাপে লাইভ হয়ে যাবে, এবং যতজন এ্যাপ ব্যবহারকারী আছেন সবার কাছে প্রশ্নটি চলে যাবে। আপনি অন্য প্রশ্নকারীদের উত্তরও দিতে পারবেন।
12. টিকা দেখার জন্য ফুলস্ক্রীন বা উইন্ডো মোড। রাতে পড়ার জন্য নাইট মোড ( ভিউ মেনুতে দেখুন)
13. ফেসবুকে ব্যবহৃত ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, ইনশাআল্লাহ, যার ফলে আপনি প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে এ্যাপটি পড়তে পারবেন এবং পরিশ্রান্ত হবেন না।
14. আপনার ব্যাক্তিগত নোট সেভ করে রাখার সুবিধা
15. তাফহীমুল কুরআনে যেসব বাইবেল বা তালমুদ অথবা দুর্লভ বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে সেই সব রেফারেন্সে ক্লিক করলেই সংশ্লিষ্ট বিষয়টি আপনার সামনে এসে যাবে ইনশাআল্লাহ।
16. ইসলামী সাহিত্যের সকল লিংকগুলি পাবেন।
17. বিষয় অভিধান ।
18. Contact : 01884597895
.
ডাউনলোড লিঙ্ক:
১। সরাসরি এপিকে ডাউনলোড : তাফহীমুল কুরআন সার্চ । (ক্লিক করুন)।
যোগাযোগ : ইনবক্স : মোহাম্মদ নুর হোসেন
.
মাশা আল্লাহ, মহান আল্লাহ আপনার এ মহান কাজের জাযাহ দান করুন।
ReplyDeleteআলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ।
Deleteআলহামদুলিল্লাহ আমি আপনার এ্যপটি অনেক দিন থেকেই ব্যবহার করে আসছি। বর্তমানে এ্যপটির অসাধারন উন্নতি করেছেন। আল্লাহ আপনাদের অবশ্যই উত্তম যাঝা দান করবেন ইনশাআল্লাহ। আমার নকিয়া ৭.২ সেটের কারনে না অন্য কোন কারনে জানিনা বিষয় অপশনের "অ" দিয়ে কিছু বিষয় পাই আর অন্য অক্ষরে কিছুই পাই না। আশা করি সমাধান জানাবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আমীন।
ReplyDeleteআলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর।
Deleteআপনার সমস্যার সমাধানের জন্য : প্রথমে এ্যাপটি ডিলিট করে দিন। এবার প্লে স্টোর থেকে পুনরায় ইনষ্টল করে নিন। এবার ইনশাআল্লাহ বিষয় অভিধানের সবগুলি অক্ষর দিয়েই কন্টেন্ট পাবেন।
আপডেট দেয়ার আগে খুব ভালো চলছিলো কিন্তু এখন ওপেন করা যাচ্ছে না
ReplyDeleteআলহামদুলিল্লাহو সমস্যার সমাধান করে আবার আপডেট দেওয়া হয়েছে।
Deleteআলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দ্বীনের এই মহৎ সেবাকর্মের জন্য। আল্লাহ আপনার নেক আমলগুলো কবুল করে নিন। ভাই আমাদের একটা আবেদন ছিল যে, Desktop এ কিভাবে অ্যাপসটি পেতে পারি। অনুগ্রহ করে ডেকসটপে ডাউনলোড করার ব্যবস্থা করবেন।
ReplyDelete