Zekr For Android - কুরআন এবং হাদীসের সার্চ সফ্টওয়্যার

তাফহীমুল কুরআন বাংলা ও আরবী সার্চ  - Al Quran Search And Browse  ( পিসি ভার্সন )  : 


1) 

 Al Quran Search And Browse: (Version : Laptop / Desktop Windows Version, recommended, Supported, Updated.



Tafhimul Quran Desktop App - Tafhimul Quran Windows App - Al quran Search And Browse For Windows - তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।


এ্যান্ড্রয়েড তাফহীমুল কুরআন এ্যাপ Al Quran Search And Browse এর ন্যায় উইন্ডোজ এর জন্যও তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ তৈরী করা হলো।

অন্যান্য তাফসীর ও অনুবাদ মিলিয়ে প্রায় ১৫০ টি, ফী যিলালিল কুরআন, ১৮০ টিরও বেশী ইসলামী সাহিত্য, ১৮ টির হাদীস গ্রন্থ, আল কুরআন বাংলায় ও আরবীতে সার্চ করার সুবিধা, আরবী রুট ওয়ার্ড সার্চ, আল কুরআনের সকল শব্দের শব্দার্থ ও গ্রামার, ২৪ জন ক্বারীর কুরআন তিলাওয়াত - ইত্যাদি আরো সুবিধা সহ এই এ্যাপটিতে পাবেন ইনশাআল্লাহ।


তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ - এ হাফেজী কুরআন সংযোজন করা হয়েছে।
তিন রকমের হাফেজী কুরআন :
১) পারা ও পৃষ্ঠা ভিত্তিক
২) সুরা ও রুকু ভিত্তিক
৩) ইমদাদিয়া পিডিএফ ।
যারা প্রতিদিন এক রুকু করে কুরআন অধ্যয়ন করতে চান, তাদের জন্য সুরা ও রুকু ভিত্তিক সিস্টেম অত্যন্ত উপযোগী হবে।
হাফেজী কুরআন এর আরেকটি বিশেষত্ব হলো একবার প্লে দিলেই এক পৃষ্ঠা বা এক রুকু তিলাওয়াত হয়ে যাবে। তিলাওয়াত শেষে প্লে দিলে আবার ঐ রুকুটিই পুনরায় প্রথম থেকে তিলাওয়াত হবে।
মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি।
ডাউনলোড লিংক : (৬৪ বিট) :




///////////////////////////////////////

2) 

(Unsupported, Outdated ) 





আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

Android এর জন্য কুরআন এবং হাদীসের সার্চ সফ্টওয়্যার  Zekr App ডেভেলপ করা হলো।

প্রবেশ করুন কুরআন হাদীসের এক বিশাল জগতে। 



নিম্নে জেকর ফর এ্যান্ড্রয়েডের দুটি ভার্সন দেয়া হলো:

( বিশেষ দ্রষ্টব্য : জেকর এর আপডেট ভার্সন আলকুরআন ব্রাউজ এ্যাান্ড সার্চ এ্যাাপ আমরা ডেভেলপ করে প্লে স্টোরে আপলোড দিয়েছি। আপাতত: জেকর ডিস্ট্রিবিউট বন্ধ করা হলো। আপনার আর কুরআন সার্চ এ্যাপ এখান থেকে ডাউনলোড কর নিন :


আল কুরআন সার্চ এ্যাপ ডাউনলোড  

)


১। Version 1 :  এক্সট্রাক্ট বিহীন। 


             এথানে পাবেন :  পুরো ত্রিশ পারা কুরআন শরীফের আরবী আয়াত, বাংলা অনুবাদ ও তাফসীর আরবী শব্দ (জের জবর সহ অথবা জেরজবর ছাড়া আরবী শব্দ দিয়ে),  বাংলা শব্দ দিয়ে এবং ইংরেজী শব্দ দিয়ে সার্চ করার সুবিধা। 

** শব্দ তালিকা : সার্চ করার জন্য বাংলা ইংরেজী ও আরবী মিলিয়ে বিল্ট ইন ৫২০০০ (বায়ান্ন) হাজার শব্দের বিশাল শব্দতালিকা । 

প্রথমে কুরআন সার্চ ইঞ্জিন জেকর ফর এ্যান্ড্রয়েড এ্যাপ ডাউনলোড করার পর ইনষ্টল করে নিন।  এখান থেকে : ডাউনলোড



এরপর এখান থেকে কুরআন ডাটা বান্ডল Quran.txt ডাউনলোড করুন :   ডাউনলোড। 


কুরআনের ডাটা বান্ডল Quran.txt কোনরূপ এক্সট্রাক্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র মোবাইলের ফাইল ম্যানেজার দিয়ে নতুন একটি ফোল্ডার তৈরী করে রিনেম করে Zekr নামকরণ করুন। এরপর তার মধ্যে Quran.txt ফাইলটি ডাউনলোড করে কপি করে রাখতে হবে। এরপর জেকর এ্যাপস ইনষ্টল করার পর ওপেন করে “ফোল্ডার যোগ করুন” আইকনে ক্লিক করে ইতিপূর্বে তৈরীকৃত Zekr ফোল্ডারটি লংপ্রেস করে সার্চ ইঞ্জিনে লোড করে নেবেন। ব্যাস হয়ে গেল। 

বিস্তারিত নিয়ম : 

জেকর এ্যাপটি ইনষ্টল করার পর আপনার স্ক্রীণ এরকম দেখাবে :


ইনষ্টল করার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করুন।
 


সেখানে একটি নতুন ফোল্ডার তৈরী করুন। 

 

নাম দিন ZEKR. 
 

এরপর এখান থেকে কুরআন ডাটা বান্ডল Quran.txt ফাইলটি ডাউনলোড করুন :   ডাউনলোড। 
 

এবার ফাইল ম্যানেজার ওপেন করে ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোড কৃত QURAN.TXT ফাইলটি কপি করে ইতিপূর্বে তৈরীকৃত ZEKR  ফোল্ডারে পেস্ট করে দিন। (নিয়ম : প্রথমে File manager ওপেন করুন, এরপর Download ফোল্ডার ওপেন করুন, সেখানে অথবা QURAN.TXT ফাইলটি যেখানেই ডাউনলোড হয়েছে খুজে বের করুন। QURAN.TXT ফাইলের উপর লংপ্রেস করুন। কপি করুন। এবার ব্যাকে এসে ইতিপূর্বে তৈরীকৃত ZEKR  ফোল্ডারটি ওপেন করুন। এখানে স্ক্রীণে লংপ্রেস করুন। এবার পেষ্ট আইকনে ক্লিক করে QURAN.TXT ফাইলটি পেষ্ট করে দিন। ব্যাস হয়ে গেল :  )
 

এবার মূল জেকর এ্যাপ ওপেন করে “ফোল্ডার যোগ করুন” আইকনে ক্লিক করুন। 
 

এবার যেখানে ZEKR নামক ফোল্ডারটি তৈরী করেছেন সেখানে ওপেন করে ZEKR ফোল্ডারের উপর লংপ্রেস করে ধরে রাখুন।  
 


দেখবেন ফোল্ডারের নামের পাথ জেকর এ্যাপ এর মেইনস্ক্রীনে লোড হয়েছে। এবার শব্দ তালিকায় ক্লিক করে যে কোন শব্দ নির্বাচন করে সার্চ করুন। 
 

(বি:দ্র: সার্চ করার পূর্বে খেয়াল করুন : এক্সটেনশন নির্ধারণ করুন: এখানে html এবং txt উভয়টিতে টিক মার্ক দেয়া আছে কিনা।)


শব্দ তালিকায় ক্লিক করে “নামায” সিলেক্ট করে সার্চ- এ ক্লিক করুন :



সার্চ রেজাল্ট দেখুন :  (ফার্ষ্ট স্ক্রল এনাবল করা আছে, অত্যন্ত দ্রুত স্ক্রল হবে) : 



যে কোন রো এর উপর হালকা ট্যাপ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে :  


এবার যে কোন রো এর উপর লংপ্রেস করুন। ঐ আয়াতটি সহ মূলসুরাটি ওপেন হবে । আমরা সুরা বাকারা ৪৩ নং আয়াত এই রো এর উপর লংপ্রেস করলাম । ফলে সুরা বাকারার ৪৩ নং আয়াতটি সামনে নিয়ে পুরো সুরা বাকারা ওপেন হয়ে গেল : ( স্ক্রল করে দেখুন এখানেও অত্যন্ত দ্রুত স্ক্রল হবে): 



এবার সুরা বাকারার ৪৩ নং আয়াতের রো  এর উপর আবার লং প্রেস করুন : পুরো আয়াতটি ব্যাখ্যা সহ কপি হয়ে যাবে। ম্যানুয়ালি কপি করার জন্য ডাবলক্লিক করুন :


উপরের মেনুতে  ক্লিক করে শেয়ার মেনু ওপেন করুন  :



ফেসবুক সিলেক্ট করুন : শুধুমাত্র পোষ্ট অপশনটি ওপেন হবে :



লংপ্রেস করে পেষ্ট  অপশন এনাবল  করুন :


পেষ্ট করে পোষ্ট করে দিন :



সাথে সাথেই  রিডার স্ক্রীন / মূলকিতাব স্ক্রীন এ্যাক্টিভেট হয় যাবে : এবং আপনার পোষ্টটি ব্যাকগ্রাউন্ডে পোষ্ট হতে থাকবে :



এবার মোবাইলের ব্যাক বাটন চেপে সার্চ রেজাল্ট স্ক্রীণে আসুন। দেখুন সার্চ রেজাল্ট কিল হয়নি  । সুরা বাকারা ৪৩ নং আয়াতটি সিলেক্টেড অবস্থায়ই আছে। অর্থাৎ, আপনার হিসাবের সুবিধার জন্য এটি অত্যন্ত সহযোগীতা করবে। Zekr এর পিসি ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা নেই। কোন আয়াতের মুল সুরা দেখার পর, সার্চ রেজাল্টে ব্যাক করার কোন ব্যবস্থা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ,  ZEKR এ্যানড্রয়েড ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা রয়েছে :



এবার অন্য কোন আয়াত সিলেক্ট করুন। পোষ্ট করুন অথবা অফিস ফাইল ওপেন করে যে কোন বিষয়ে কোরআন হাদীসের  বিষয় অভিধানও তৈরী করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ।


এ্যাপটি যদি ভালো লেগে থাকে তাহলে এই   01884597895  (personal)নাম্বারে ২০০/= টাকা বিকাশ করে দিন।

হাদিয়া :
জেকর এ্যাপটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে ”এ্যাড ফ্রি” এবং ”ফ্রি ডাউনলোড” এ দ্বীনি এ্যাপটির জন্য তৈরীর প্রজেক্টে “আপনার সামর্থ্য অনুযায়ী” (কমপক্ষে ২০০/= টাকা) এবং ” বিত্তশালীগণ যাকাতের টাকা” প্রেরণ করে নিয়মিত অংশগ্রহণ করুন। আপনার দান গোপন রাখা হবে। যদিও এ্যাপ আমরা ”এ্যাড ফ্রি” এবং “ফ্রি ডিষ্ট্রিবিউশন এবং ডাউনলোড” করে দেই, কিন্তু গুগলের ফিস, ডাটা এডিট ও ডেভেলপমেন্ট খরচ, এবং আপলোড ফিস অবশ্যই পরিশোধ করতে হয় । অতএব আপনার সহযোগীতা কাম্য।
.
বিকাশ নম্বর : 01884597895  (personal)
.




-------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------




২। Version 2 : এক্সট্রাক্ট সহকারে : 


এখানে পাবেন : 
            (১) আরবী ইংরেজী ও বাংলা শব্দ দিয়ে কুরআন পূর্ণ ত্রিশ পারা আরবী আয়াত, বাংলা অনুবাদ ও তাফসীর সার্চ 
            (২)পূর্ণ বুখারী শরীফ ১০খন্ড হাদীস সার্চ 
            (৩) এবং আরবী রুট ওয়ার্ড দিয়ে কুরআনের আয়াত সার্চ। 


প্রথমে : সেভেনজিপ ডাউনলোড করে নিন : ডাউনলোড । 
 সেভেনজিপ ইনষ্টল করুন।
এরপর : জেকর এ্যাপ ও ডাটাবান্ডল ডাউনলোড করে নিন : ডাউনলোড 

এরপর সেভেনজিপ দিয়ে ডাটাবান্ডল এক্সট্রাক্ট করে নিন। এর মধ্যে জেকর এ্যাপ পাবেন, ইনষ্টল করুন। জেকর এ্যাপ ওপেন করুন। “ফোল্ডর যোগ করুন” আইকনে ক্লিক করে ডাটা বান্ডল গুলো লংপ্রেস করে লোড করে নিন। শব্দ তালিকায় দেওয়া শব্দ দিয়ে অথবা শব্দ লিখে সার্চ করুন। ব্যস হয়ে গেল কুরআন হাদীস সার্চ সফ্টওয়্যার।



এখানে পাবেন :

**  Zekr App  (সার্চ ইঞ্জিন) 

** Data Bundle : আরবী ও বাংলা তরজমা সহ ৩০ পারার সম্পূর্ণ তাফসীর, ১১৪ টি সূরার ভূমিকা এবং সম্পূর্ণ বুখারী শরীফ ১০ খন্ড, এ্যারাবিক সার্চ এবং  রুট ওয়ার্ড সার্চের জন্য হরকত বিহীন ও হরকত সহ - কুরআনের ২টি স্ক্রীপ্টসহ শব্দতালিকা ও ডাটাবান্ডল মিলিয়ে পবিত্র কুরআন শরীফের সর্বমোট সাতটি পান্ডুলিপি । 

** শব্দ তালিকা : সার্চ করার জন্য বাংলা ইংরেজী ও আরবী মিলিয়ে বিল্ট ইন ৫২০০০ (বায়ান্ন) হাজার শব্দ ।

সবমিলিয়ে : জিপ ১৭ এমবি মাত্র। 


 
বিস্তারিত নিয়মাবলী নীচে দেওয়া হল :



Data Bundle এর মধ্যে মোট ছয়টি ফোল্ডার পাবেন :


Trans :  আরবী ও বাংলা তরজমা সহ পুরো কুরআন শরীফ।

Expl :  আরবী, বাংলা তরজমা এবং পুরো ৩০ পারার  তাফসীর

Vumika:  ১১৪ টি  সুরার ভূমিকা। 

Bukhari : সম্পূর্ণ বুখারী শরীফ, এইচটিএমএল ফরমেটে

Roots: আরবী রুট ওয়ার্ডের পরিসংখ্যান। (For Advanced Users and Programmers, এ ব্যাপারে সবার শেষে বিস্তারিত আলোচনা করা হয়েছে।)

ArabicSearch: শুধুমাত্র আরবীতে পুরো কুরআন শরীফ। দুইবার, একবার হরকত সহ, একবার হরকত বিহীন। 




সার্চ করার জন্য বংলা, আরবী ও ইংরেজীর বিল্ট ইন শব্দ তালিকা : 

পবিত্র কুরআনে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের জন্য ব্যবহৃত বিভিন্ন রূপ (যা কমপক্ষে অন্তত: একবার ব্যবহার হয়েছে)  এরূপ শব্দ রয়েছে মোট ১৯৪২৯ টি (পুনরাবৃত্তি বাদে)। আর বিভিন্ন রূপ অনুযায়ী হরকত ছাড়া এ সংখ্যাটি ১৬৭০০ পবিত্র কুরআন ও হাদীসের অভ্যন্তরে গভীর অনুসন্ধাণী সার্চ করার জন্য এ পুরো ১৯৪২৯+১৬৭০০ টি শব্দই Zekr Apps এর শব্দতালিকা লিস্টে সন্নিবেশ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরবীতে সার্চ করার জন্য Arabic Search ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে নিন। 

তাফসীর থেকে বাছাই করে সুরার নাম সহ বিষয়ভিত্তিক বিভিন্ন শব্দ বিভিন্ন বানান অনুযায়ী মোট ৭৯৩৬ টি বাংলা শব্দ  ড্রপডাউন লিস্টে সন্নিবেশ করা হয়েছেআলহামদুলিল্লাহ


এছাড়াও তাফসীরে বিভিন্ন ক্ষেত্রে ইংরেজী শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন : Orthodox , Sovereignty ইত্যাদি। তাফসীরে ব্যবহৃত সেসব ইংরেজী শব্দেরও একটি তালিকা করে ড্রপডাউন লিষ্টে সন্নিবেশ করা হয়েছে। ইংরেজী মোট শব্দ সংখ্যা : 535।


পবিত্র কুরআন এবং হাদীসে গভীর অনুসন্ধানী সার্চ এর জন্য Zekr App এর শব্দ তালিকায় সংযুক্ত করা হলো : সর্বমোট : ৫২০০০  (বায়ান্ন হাজার) শব্দ। 

কীবোর্ড থেকে যে অক্ষরই টাইপ করবেন ( আরবীতে আলিফ, মীম অথবা বাংলায় ক, খ  ইত্যাদি )  প্রতিটি অক্ষর অনুযায়ী ড্রপডাউন লিষ্টে শব্দ ওপেন হবে ।

ড্রপডাউন লিষ্ট থেকে শব্দ নির্বাচন করে সার্চ করতে হবে। প্রয়োজনে ব্যাকস্পেস ব্যবহার করে এডিট করা যাবে। সার্চ বাটন অথবা কীবোর্ডের এন্টার চেপেও সার্চ করা যাবে। যে ডাইরেক্টরী ওপেন করা ও টিকমার্ক দেয়া থাকবে সে ডাইরেক্টরীতেই সার্চ করবে।

যে কোন সার্চ রেজাল্ট এর ওপর লংপ্রেস করলে মূল সুরাটি/মুল কিতাবটি ওপেন হবে। 

মূল কিতাবে যে কোন আয়াতের উপর লংপ্রেস করলে পুরো আয়াতটি কপি হবে, ডাবলক্লিক করলে সিলেক্ট ও আংশিক কপি অপশন চালূ  হবে। শেয়ার মেনুতে গিয়ে ঐ আয়াতটি পেষ্ট করে ফেসবুক অথবা জিমেইলে শেয়ার করা যাবে।

ডাইরেক্টরী পাথ এর কোন একটি এ্যাড্রেস মুছতে চাইলে তার উপর লংপ্রেস করুন। একটি ডায়লগ বক্স আসবে “Remove Item" are you sure ?
            ok  ক্লিক করুন


DOWNLOAD , INSTALLATION  AND DIRECTORY SETUP : 

১।  Zekr App  এবং  Data Bundle  : আরবী ও বাংলা তরজমা সহ ৩০ পারার সম্পূর্ণ তাফসীর, ১১৪ টি সূরার ভূমিকা এবং সম্পূর্ণ বুখারী শরীফ ১০ খন্ড, Quran Root words List and Search Result For Programmers AND advanced Users.

এই ডকুমেন্টের শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে। সেখানে “ডাউনলোড” এ ক্লিক করলে নিচের স্ক্রীনের ন্যায় আসবে :  (নিয়মাবলী খুব ভালোভাবে পড়ে নিন:) 

ডাউনলোড বাটনে ক্লিক করুন : 


ডাউনলোড এনিওয়েতে ক্লিক করুন : 




ডাউনলোড হয়ে যাবার পর আপনার মোবাইলের ফাইলম্যানেজার  ওপেন করে    ডাউনলোড ফোল্ডার ওপেন করুন । সেখানে Noor.7z নামে একটি ফাইল পাবেন। 




এবার Noor.7z ফাইলটি ওপেন করুন। ওপেন না হলে  আপনার মোবাইলে  সেভেনজিপ ইনষ্টল করে নিন । এ ডকুমেন্টের একেবারে নিচের দিকে  সেভেনজিপ ডাউনলোড লিংক দেওয়া আছে।

 এবার সেভেনজিপ দিয়ে Noor.7z ফাইলটিকে এক্সট্রাক্ট করুন ।  যেমন : নিম্নের  স্ক্রীনের একেবারে নীচের দিকে  টিকমার্কটি  দিয়ে OK  বাটনে ক্লিক করুন :
 



Noor.7z এক্সট্রাক্ট হয়ে যাবার পর শুধুমাত্র  Noor নামে একটি ফোল্ডার পাবেন।  এবার  সেভেনজিপ close (বন্ধ) করে দিন। 
এখন আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করুন, সেখান থেকে এইমাত্র এক্সট্রাক্ট করা টার্গেট ফোল্ডারটি ওপেন করুন। (It may be "Download" ফোল্ডার) । সেখান থেকে Noor  ফোল্ডারটি ওপেন করুন । এর মধ্যে মোট আটটি ফাইল/ফোল্ডার পাবেন।  Zekr-api 8-signed.apk ক্লিক করে ইনষ্টল করে নিন : 




ইনষ্টল হয়ে যাবার পর আপনার স্ক্রীনটি এরকম দেখাবে : 




”ফোল্ডার যোগ করুন” বাটনে ক্লিক করুন। ব্রাউজ করে ডাউনলোড ফোল্ডারে যান। যেখানে Noor ফোল্ডারটি এক্সট্রাক্ট করেছেন, উক্ত ফোল্ডারটি ওপেন করুন : 



  সেখানে মোট ছয়টি ফোল্ডার পাবেন। সেখান থেকে Trans  ফোল্ডারের ওপর লংপ্রেস করুন / ক্লিককরে হোল্ড করুন (সিঙ্গেল ক্লিক করে ওপেন করবেন না, বরং Trans  ফোল্ডারের ওপর লংপ্রেস করে ধরে রাখুন)  : 


দেখুন Trans ফোল্ডারের ডাইরেক্টরী পাথ Zekr app এর হোমস্ক্রীনে এ্যাড হয়ে গেছে : 



আবার “ফোল্ডার যোগ করুন” বাটনে ক্লিক করুন। এবার Expl  ফোল্ডারটির উপর লংপ্রেস করে ধরে রাখুন। দেকুন Expl ফোল্ডারটির ডাইরেক্টরী পাথ হোমস্ক্রীণে যোগ হয়ে গেছে।  এভাবে বাকী সবগুলো ফোল্ডার যথা: Vumika, Bukhari, Roots,  ArabicSearch  ফোল্ডারগুলোও এক এক করে লংপ্রেস করে যোগ করে নিন । সবশেষে হোমস্ক্রীণ অনেকটা এরকম দেখাবে: 


এবার সবগুলো ডাইরেক্টরীরে সামনে থেকে টিকমার্ক উঠিয়ে দিয়ে শুধুমাত্র Trans  (প্রথম ডাইরেক্টীর) সামনে টিকমার্ক দিন। এবং EXT  এর নিচের txt  এ টিকমার্ক দিয়ে দিন : 



শব্দ তালিকায় ক্লিক করে “নামায” সিলেক্ট করে সার্চ- এ ক্লিক করুন :



সার্চ রেজাল্ট দেখুন :  (ফার্ষ্ট স্ক্রল এনাবল করা আছে, অত্যন্ত দ্রুত স্ক্রল হবে) : 



যে কোন রো এর উপর হালকা ট্যাপ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে :  


এবার যে কোন রো এর উপর লংপ্রেস করুন। ঐ আয়াতটি সহ মূলসুরাটি ওপেন হবে । আমরা সুরা বাকারা ৪৩ নং আয়াত এই রো এর উপর লংপ্রেস করলাম । ফলে সুরা বাকারার ৪৩ নং আয়াতটি সামনে নিয়ে পুরো সুরা বাকারা ওপেন হয়ে গেল : ( স্ক্রল করে দেখুন এখানেও অত্যন্ত দ্রুত স্ক্রল হবে): 



এবার সুরা বাকারার ৪৩ নং আয়াতের রো  এর উপর আবার লং প্রেস করুন : পুরো আয়াতটি ব্যাখ্যা সহ কপি হয়ে যাবে। ম্যানুয়ালি কপি করার জন্য ডাবলক্লিক করুন :


উপরের মেনুতে  ক্লিক করে শেয়ার মেনু ওপেন করুন  :



ফেসবুক সিলেক্ট করুন : শুধুমাত্র পোষ্ট অপশনটি ওপেন হবে :



লংপ্রেস করে পেষ্ট  অপশন এনাবল  করুন :


পেষ্ট করে পোষ্ট করে দিন :



সাথে সাথেই  রিডার স্ক্রীন / মূলকিতাব স্ক্রীন এ্যাক্টিভেট হয় যাবে : এবং আপনার পোষ্টটি ব্যাকগ্রাউন্ডে পোষ্ট হতে থাকবে :



এবার মোবাইলের ব্যাক বাটন চেপে সার্চ রেজাল্ট স্ক্রীণে আসুন। দেখুন সার্চ রেজাল্ট কিল হয়নি  । সুরা বাকারা ৪৩ নং আয়াতটি সিলেক্টেড অবস্থায়ই আছে। অর্থাৎ, আপনার হিসাবের সুবিধার জন্য এটি অত্যন্ত সহযোগীতা করবে। Zekr এর পিসি ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা নেই। কোন আয়াতের মুল সুরা দেখার পর, সার্চ রেজাল্টে ব্যাক করার কোন ব্যবস্থা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ,  ZEKR এ্যানড্রয়েড ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা রয়েছে :



এবার অন্য কোন আয়াত সিলেক্ট করুন। পোষ্ট করুন অথবা অফিস ফাইল ওপেন করে যে কোন বিষয়ে কোরআন হাদীসের  বিষয় অভিধানও তৈরী করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ।


আরবী শব্দ দিয়ে সার্চ :  (RECOMMENDED FROM THE BUILDER - (NOOR HOSSAIN). 

প্রথমে এ্যারাবিক সার্চ ডাইরেক্টরীর ArabicSearch ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে নিন । অন্যান্য সব ডাইরেক্টরী থেকে টিকমার্ক উঠিয়ে দিন :

এবার যে কোন আরবী শব্দ লিখতে শুরু করুন। ড্রপডাউনলিষ্ট ওপেন হবে  । এ ড্রপ ডাউনে পবিত্র কুরআন শরীফ দুইবার রয়েছে। একবার হরকতসহ আরেকবার হরকত বিহীন । সুতরাং, এ শব্দতালিকায় যে আরবী শব্দ পাবেন না, তার কুরআন শরীফে নেই। এবার শব্দ তালিকা থেকে শব্দ সিলেক্ট করে  সার্চ করুন : (বেশী ক্রাইটেরিয়া পেতে হলে হরকতবিহীন শব্দ সিলেক্ট করুন) :
 
দেখুন হরকত বিহীন সার্চ রেজাল্ট এসেছেو এবার সার্চ  রেজাল্টের  যে কোন রো এর উপর লংপ্রেস করলে و হরকত সহ আয়াতو অনুবাদو তাফসীর পেয়ে যাবেন :


আমরা সার্চ রেজাল্টের  সুরা আনআম - ৪৫ নং আয়াতের রোতে লংপ্রেস করেছি । দেখুন সুরা আনআম এর ৪৫ নং আয়াতটি হরকত সহ সংস্করণو অনুবাদ ও পূর্ণ  তাফসীর ওপেন হয়েছে :




রুট ওয়ার্ড সার্চের জন্য হাইফেন টাইপ করুন : (রুট ডাইরেক্টরী সিলেক্ট করে নিন) :




অথবা -r টাইপ করুন :





যে কোন আরবী শব্দের রুট ওয়ার্ড ও প্রতিটি আয়াতে কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এবং ঐ রুট ওয়ার্ডগুলো কুরআনের আর কোথায় কোথায়  ব্যবহার হয়েছে, বিস্তারিত  জানতে পারবেন । যেমন : Root ডাইরেক্টরী সিলেক্ট করে সার্চ বক্সে আমরা -r লিখে  সুরা ফাতিহার প্রথম আয়াত সার্চ করেছি : ফলে সুরা ফাতিহার প্রথম আয়াতটির একবার হরকত বিহীন, একবার হরকত সহ ,   অনুবাদ ও তাফসীর এসেছে। এরপর সুরা ফাতিহার প্রথম আয়াতে মোট কয়টি রুট ওয়ার্ড আছে তার তালিকা, ঐ রুট ওয়ার্ড গুলি কুরআনে সর্বমোট কতবার ব্যবহৃত হয়েছে, কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তার পূর্নাঙ্গ তালিকা  সার্চ রেজাল্টে ওপেন হল :



এই রো নাম্বার সার্চ বক্সে লিখলেই সেটা কত নম্বর আয়াত তা শো করবে। যেমন : উপরের চিত্রের হামদ  শব্দটি মোট ৬৮ টি  স্থানে ব্যবহৃত হয়েছে। তন্মধ্যে একটি রো   নাম্বার দেখুন  -36  (প্রথম লাইনে) ।  এখন মোবাইলের ব্যাক বাটন চেপে  হোমস্ক্রীণে আসুন।  সার্চ বক্সে   -36  (হাইফেন সহ  ছত্রিশ) লিখুন তাহলেই পেয়ে যাবেন এটা কুরআনের কত নং সুরার কত নং আয়াত :

দেখুন  এটা হলো সুরা বাকারার ৩০ নং আয়াত। এবার সিলেক্ট করে সার্চ করুন। দেখুন সুরা বাকারার ৩০ নং আয়াত অনুবাদ ও তাফসীর সহ ওপেন হয়েছে, এমনকি সুরা বাকারার ৩০ নং আয়াতে মোট কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে (তা আরবী অক্ষরক্রমিক সিরিয়ালে এসেছে) এবং ঐ রুট ওয়ার্ডগুলোর কুরআনের অন্যান্য আয়াতে আরো কতবার করে ব্যবহৃত হয়েছে তাও এসেছে । দেখুন রো ৩৬ নং আয়াতে হামদ  ও খালফ রুট ওয়ার্ড দুটির ব্যবহার হয়েছে :





সূরার তালিকা / ভূমিকা/ কোন আয়াতে ব্যবহৃত রুট ওয়ার্ডের মোট সংখ্যা ও তালিকা সার্চ করা :
---------------------------------------------------------------


বাংলা/ইংরেজী শব্দ  দিয়ে সার্চ করার জন্য Trans/Expl ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে নিন। 


যে কোন সূরা ওপেন করার জন্য সুরার নম্বর টাইপ করুন, তাহলেই সুরার তালিকা পেয়ে যাবেন, অথবা সুরার নামের প্রথম দুই/এক অক্ষর টাইপ করুন তবুও সুরার তালিকা ড্রপডাউন লিষ্টে দেখতে পাবেন, অথবা কমপক্ষে ”সুরা” শব্দটি টাইপ করুন, তবুও সমস্ত সুরার তালিকা পেয়ে যাবেন। সেখান থেকে যে কোন সুরার ১ আয়াত সার্চ রেজাল্ট পাবেন, এবং যে কোন সার্চ রেজাল্ট এর ওপর লংপ্রেস করলে মূল সুরাটি ওপেন হবে। ইংরেজীতে Su টাইপ করলে, “(” প্রথম বন্ধনি টাইপ করলে সুরার নাম ওপেন হবে। ইংরেজীতে Vu  বা বাংলায় ভূ  টাইপ করলে ১১৪ টি সুরার  ভূমিকা  পেয়ে যাবেন।


su লিখলেই সুরার নামের তালিকা পাবেন : অথবা সু বা সুরা লিখলে অথবা ”(” প্রথম বন্ধনী টাইপ করলেও সুরার নামের তালিকা ও আয়াত নম্বরের তালিকা পাবেন : 






সার্চ করার ক্ষেত্রে নিচের কথাগুলোর প্রতি লক্ষ্য রাখবেন :


Zekr এ্যাপসটিতে সার্চ করার ক্ষেত্রে REGEXP/GREP সিস্টেম (For Linux/unix like operating system) ব্যবহার করা হয়েছে এ সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কোন ডকুমেন্টকে কোনরূপ ইনডেক্সীকরণ ছাড়াই সরাসরি অতিদ্রুত বরং অসম্ভব দ্রুতগতিতে সার্চ করেতার কন্টেন্টস্ শো করে, যেখানে অন্যান্য সার্চ সিস্টেম দীর্ঘইনডেক্সিং এর পরও শুধুমাত্র ফাইল নেম শো করতে পারে। REGEXP/GREP সিস্টেম এর সার্চ হচ্ছে, এটা সম্ভাব্য সার্চ নয়বরং Exact সার্চ। এই সিস্টেম সুনির্দিষ্ট শব্দের জন্য সুনির্দ্দিষ্ট ফলাফল প্রদান করে। তাই এ সিস্টেম অনুযায়ী সার্চশব্দের মধ্যে কোনরূপ বানান ভুল অথবা স্পেস এ্যালাউড নয়। সুনির্দিষ্ট শব্দের জন্য সুনির্দ্দিষ্ট ফলাফল প্রদান করার সুবিধার কারণেই প্রোগ্রামারগণ প্রোগ্রাম লিখতে এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে এ REGEX/GREP সিস্টেম ব্যবহার করে থাকেন। সর্বাধিক নির্ভুল/বরং একমাত্র সঠিক ফলাফল লাভ করার জন্য REGEX/GREP সিস্টেম এর কোন বিকল্প নেই। এই সিস্টেমটি হলো সরাসরি প্রোগ্রামিং ও নির্দ্দিষ্ট শব্দের match সার্চ। 
            
তাই REGEX/GREP সিস্টেমে সার্চ এর ক্ষেত্রে আপনাকে দক্ষতার সাথে শব্দ এবং বানান নির্বাচন করতে হবেযে শব্দটি ঐ ডকুমেন্টসে ঐ বানান ও শব্দক্রম অনুযায়ী প্রকৃত পক্ষেই আছে। তাই আমরা এ এ্যাপের সাথে কুরআন এবং তাফসীর থেকে সংগ্রহকৃত প্রায় ৫২০০০ শব্দ ড্রপডাউন লিষ্টে দিয়ে দিয়েছি।  তাই যারা আরবী বা বাংলা টাইপ করতে পারেন অথবা না পারেন তাতে কোন সমস্যা নাইবরং মাত্র একটি বা দুটি অক্ষর টাইপ করলেই আশাকরি সম্ভাব্য শব্দটি ড্রপডাউনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ


বাংলা লেখার জন্য রিদমিক কী বোর্ড এবং আরবী লেখার জন্য গুগল কীবোর্ড (জিবোর্ড) ব্যবহার করুন
সার্চবক্সে যে কোন একটি শব্দ টাইপ করুনএরপর ড্রপডাউন লিষ্ট থেকে শব্দ সিলেক্ট করুন, শুধুমাত্র সরাসরি টাইপ করার চাইতে ড্রপডাউন লিস্ট এর প্রতি বেশী গুরুত্ব দিন


আরবী শব্দ অনুযায়ী কুরআন এর আয়াত খোজা - এ বিষয়ে কিছু কথা :

(এটাই সঠিক এবং প্রকৃত মজার বিষয় এবং Recommended from the developer):
-
কুরআন গবেষণা ও হৃদয়ংগম করার ক্ষেত্রে আরবী দিয়ে সার্চ করার প্রতিই বেশী গুরুত্ব দিন। এ এ্যাপসটি আপনার জন্য কুরআনের অর্থসহ হৃদয়ংগম করার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবেইনশাআল্লাহ। প্রতিদিন অক্ষরক্রমিক ভাবে কয়েকটি আরবী শব্দ দিয়ে কুরআনের আয়াত সার্চ করতে থাকুনএরপর ঐ আয়াতটি গভীর মনযোগ দিয়ে পড়ুনহাইলাইটকৃত আরবী অক্ষরটি কুরআনের আয়াতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা খেয়াল ও হৃদয়ংগম করুন। এরপর আয়াতটির উপর লংপ্রেস করে মুল কিতাব/তাফসীরটি মনযোগ দিয়ে পড়ুন। এরপর প্রয়োজনে শেয়ার করুন। বন্ধুদের সাথে ডিসকাস করুন।  আর আরবী শব্দ অনুযায়ী search করলে ঐ আয়াতের অর্থ হৃদয়ংগম করা ও বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আর এভাবে বিষয়টি আস্তে আস্তে একেবারেই সহজ হয়ে যাবেএবং কুরআন অধ্যয়ন ও  গবেষণার প্রকৃত মজাটি পেয়ে যাবেন।  আর এ বিষয়টি আপনাকে সর্বাধিক সঠিক ফলাফলও দেবে। কারণ কুরআনের আরবী শব্দের কোন পরিবর্তন নেইকিন্তু যখন সেটি বাংলা বা ইংরেজী সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় তখন ভাষাগত ও শব্দগত পরিবর্তনের জন্য বাংলা বা ইংরেজী শব্দ দিয়ে সার্চ করার ক্ষেত্রে  আপনি ঐরূপ ফলাফল পাবেন না। 


যারা আরবী শব্দ অনুযায়ী কুরআন বুঝতে চান তাদের জন্য আরো দুএকটি বিষয় জানা থাকা জরুরী : 

আমাদের দেশে কুরআনের যে স্ক্রীপটি প্রচলিত আছে তাকে বলা হয় “Simple Script" আর মধ্যপ্রাচ্য সহ আরব বিশ্বে কুরআনের যে পান্ডুলিপিটি ব্যবহৃত হয় তা হল "Uthamani Script". এ দুটি পান্ডুলিপিতে (১) শব্দ সংখ্যা (২) শব্দ গঠন প্রক্রিয়া  (৩) জের/জবর/পেশ/সাকিন ইত্যাদি চিহ্নের পদ্ধতি (৪) আয়াত ও শব্দ গণনা প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু তফাত রয়েছে। এ তফাত গুলো বুঝে নেয়া অত্যন্ত জরুরী। যেমন সুরা বা্ক্বার ১৪ নং আয়তটি দেখুন :
আমাদের দেশের সাধারণ কুরআন শরীফ গুলোতে দেখবেন নিম্নরূপ :
وَاذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا

আর উসমানী স্ক্রীপ্টে দেখবেন এরকম :
  وَإِذَا لَقُوا۟ الَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا

এবার পার্থক্য দেখুন : উসমানী স্ক্রীপ্টে আমানু এবং আমান্না এর পূর্বে একটি পূর্ণ হামযাহ এসেছে এবং আমানা শব্দের যবর এবং আমান্না শব্দের যবর দেওয়া হয়েছে ঐ হামযাদুটির উপরে। আবার দেখুন ইজা শব্দটির আলিফের নিচে ছোট করে একটি হামযাহ দেওয়া হয়েছে

আর আমাদের দেশের প্রচলিত স্ক্রীপ্টে আমানু এবং আমান্না এর পূর্বে কোন হামযা নাইবরং সরাসরি আলিফ এর উপরেই যবর ব্যবহার করা হয়েছে।  ইজা শব্দটির আলিফের নিচেও কোন হামযাহ নাই
এ ক্ষেত্রে আপনি যদি (আমানু) ءَامَنُوا۟ শব্দ সার্চ করতে চান  তবে কখনই এ শব্দটি দিয়ে এই آمَنُوا (আমানু) শব্দ কে খুজে পাবেন না 

এখন প্রথমত উসমানী স্ক্রীপ্টে লেখার মত উইন্ডোজ প্রোগ্রামই খুব বেশী এ্যাভেইলেবল নাআর এ্যানড্রয়েডে তো কোন এ্যাপস বা কীবোর্ড খুজেই পেলাম না যে পুরোপুরি উসমানী স্ক্রীপ্টে লেখা সম্ভব হবে। এর যের যবর পেশ ও সাকিনের ধরণ এবং আলিফের উপরে নীচে ছোট করে হামজা দেওয়ার কৌশল এ্যান্ড্রয়েড কোন এ্যাপস কীবোর্ড আছে কিনা আমার জানা নাই

এখন দেখুন সুরা বাক্বারার ৮ নং আয়াতে ওয়া বিল ইয়াওমিল আখিরি” এ শব্দগুলো তিনটি স্ক্রীপ্টে তিন ধরণের :
তথ্য সূত্র : tanzil.net এবং Zekr.org

SURA BAKARA : ৮

১) وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ


২) وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّـهِ وَبٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ ﴿٨﴾


৩) وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّـهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ


সংকট উত্তরণের উপায় :
এখন এ ব্যতিক্রম গুলোর সমন্বয় সাধনের জন্য আমরা যা করেছি তা হলো: প্রথমত আমাদের মনে রাখতে হবে কুরআন প্রথমে জের জবর পেশ ইত্যাদি ছিলনাতা পরবর্তীতে সংযোজন করা হয়েছে। এ দৃষ্টি কোণথেকে আমরা আলিফ অক্ষরটি কোন শব্দের প্রথম অক্ষর হওয়ার  ক্ষেত্রে এর উপরে নীচে হামযাহ এবং হরকত কোনটিই ব্যবহার করিনিএবং যেখানে আলিফের  আগে আরো একটি অতিরিক্ত হামযাহ ব্যবহার করা হয়েছে সেখানে আমাদের ড্রপডাউন মেনুতে সে শব্দটিকে আলিফ থেকে শুরু করেছি। যার ফলে মূল স্ক্রীপ্টে হামযাহ থাকলেও আমরা যেহেতু আলিফ অক্ষর থেকে সার্চ শুরু করেছিতাই সার্চ রেজাল্টে ঐ শব্দটি আসবে। আর যেসব ক্ষেত্রে আল” শব্দটি ব্যবহৃত হয়েছেসেসব ক্ষেত্রে আলিফ অক্ষরের উপরের হামযা এবং লাম অক্ষরের উপরের সাকিন চিহ্ন ব্যবহার করিনি। যাতে সার্চ এর ড্রপডাউন সিলেক্ট করার ক্ষেত্রে আল” শব্দটির জের জবরহীন ব্যবহার আমাদেরকে কিছুটা বাড়তি সুবিধিা দিতে পারে। এভাবেই কিছুটা সমন্বয় সাধনের চেষ্টা আমরা করেছি। আর এর প্রধান লক্ষ্য হলো ড্রপ ডাউন লিষ্টে আমরা কুরআনের যে ১৯৪২৯ + ১৬৭০০ শব্দ সন্নিবেশ করেছিসেখান থেকে কোন একটি আরবী শব্দ দিয়ে সার্চ করলে যেন আমাদের সরবরাহকৃত ডাটা বান্ডেল (Trans/Expl) থেকে কুরআনের নির্দিষ্ট আয়াতটি/আয়াতগুলো যেন সার্চ করে নিয়ে আসেইনশাআল্লাহ 

যাতে সঠিক শব্দটিই খুজে পাওয়া যায়এ্যান্ড্রয়েডে Zekr এর ক্ষেত্রে আমরা এভাবেই কিছুটা সমন্বয় সাধনের চেষ্টা করেছি। বাকীটা বিদগ্ধ ব্যবহারকারীগণই বলতে পারবেন


দ্বিতীয়ত: Zekr.org  এর পিসি ভার্সনের ক্ষেত্রেও Root Word Search এর জন্য বিভিন্ন ধরণের স্ক্রীপ্টের কারণে সমস্যা সমাধানের জন্য বিল্ট ইন রুট ওয়ার্ড দিয়ে সার্চ সিস্টেম রাখা হয়েছিল। আসলে ওটা ছিল বিল্ট ইন সার্চ রেজাল্ট। ওখান থেকে কোন  শব্দ  সার্চে দিলে কুরআন শরীফের মধ্যে সে সার্চ করেনা বরং প্রোগ্রামের মধ্যে রাখা একটি বিল্ট ইন সার্চ রেজাল্ট স্ক্রীপ্ট এর বর্ণনা অনুযায়ী ঐ ওয়ার্ডের জন্য ধার‌্যকরা নিদ্দিষ্ট আয়াতগুলো সামনে নিয়ে আসে। এক্ষেত্রে প্রতিটি সুরার আয়াত সংখ্যা মুখ্য বিষয় নয়। বরং সুরা ফাতিহার ১ নং আয়াত হলো আয়াত নং ১সুরা ফাতিহার পরেই সুরা বাকারার ১ নং আয়াত হলো আয়াত নং ৮এভাবে চলতে চলতে কুরআনের সর্বশেষ সুরা নাস এর শেষ আয়াত হলো আয়াত নং ৬২৩৬

এক্ষেত্রে আমরা যা করেছি তা হলো : zekr.org তে ব্যবহৃত ঐ বিল্ট ইন রুট ওয়ার্ড এর একটি তালিকারুট ওয়ার্ডগুলোর বিল্ট ইন সার্চ রেজাল্ট তালিকাআয়াত নম্বরের হিসাব (১-৬২৩৬) এর জন্য প্রতিটি সুরার প্রতিটি আয়াত অনুযায়ী রো নাম্বারের তালিকাএই  Zekr Android এ্যাপ ডাটা বান্ডল এর সাথে Root নামক একটি ফোল্ডারে আমরা দিয়ে দিলাম। অনুসন্ধিতসু Advanced পাঠক ও গবেষকগণ খুব সহজেই এর মাধ্যমে তাদের  কুরআনের আয়াতের পিপাসা মিটাতে পারবেন বলে আমাদের বিশ্বাসইনশাআল্লাহ। 

-----------------------------------------------------------------------------------------------------------
TIP (1) : গুরুত্বপূর্ণ : 
সার্চবক্সে যা টাইপ করলে ড্রপডাউন লিষ্টে যা পাবেন : 
(এরপর ক্লিক করে সার্চ করলেই নির্দ্দিষ্ট বিষয়টি পেয়ে যাবেন :)

১। যে কোন সুরার নামের প্রথম দুই/এক অক্ষর বাংলায় বা ইংরেজীতে টাইপ করলে সুরার নাম পেয়ে যাবেন। সার্চ ক্লিক করলে পূর্ণ সুরাটি চলে আসবে। 
২। যে কোন সুরার নম্বর বাংলায়/ইংরেজীতে টাইপ করলেই ঐ নম্বরে কোন সুরা তা পেয়ে যাবেন।
৩।   ’সু’ বা Su  টাইপ করলেও = সুরার নামের তালিকা পাবেন। 
৪।   ইংরেজীতে sura লিখলেও সুরার তালিকা পেয়ে যাবেন। 
৫। বাংলায়  ভূ  টাইপ করলে = সকল সুরার ভূমিকার তালিকা পাবেন। 
৬। ইংরেজীতে  Vu টাইপ করলে = সকল সুরার ভূমিকার তালিকা পাবেন। 

৭। যেমন বাংলায় ৮৩  টাইপ করলে = তিরাশি নং সুরা পেয়ে যাবেন (৮৩-সুরা-মুতফফিফীন) আবার ৫০ টাইপ করলে = পঞ্চাশ নং সুরা পেয়ে যাবেন। (৫০-সুরা-ক্বাফ)
৮। মুদ = সুরা মুদ্দাস্সের: ,  
ইস  = সুরা বনী ইসরাঈল।    
৯। - (হাইফেন সহ আরবী অক্ষর টাইপ করলে ) = আরবী রুট ওয়ার্ডের তালিকা পাবেন। 
১০। -r ( হাইফেন ও ইংরেজী ‘আর’ অক্ষর টাইপ করলে) = আয়াত, সুরা নম্বর, এবং রো নম্বর পাবেন, (যে কোন আয়াতে কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এবং আর কোথায় কোথায় কতবার ব্যবহৃত হয়েছে তার পূর্ণ তালিকা পাবেন। এ্যাডভান্সড ইউজার এবং প্রোগ্রামারদের জন্য প্রযোজ্য।  )
১১। নির্দিষ্ট সুরার নির্দিষ্ট আয়াতে যেতে চান ? সার্চবক্সে “(” প্রথম বন্ধনী টাইপ করুন, সাথে সুরার নম্বর । এবার স্ক্রল করে যে কোন আয়াতে চলে যান। (অত্যন্ত দ্রুত স্ক্রল হবে, ফাস্ট স্ক্রল এনাবলড করা আছে। )

১২। রুট সার্চের জন্য :  

ক। -(হাইফেন) টাইপ করে যে কোন আরবী শব্দ টাইপ করুন যেমন : -ابابيل  ( হাইফেন টাইপ করার পর আবাবীল রুট ওয়ার্ডটি সিলেক্ট করে সার্চ করলে কোন কোন সুরায় কোন কোন আয়াতে মোট কতবার আবাবীল শব্দটি  ব্যবহৃত হয়েছে তার তালিকা পাবেন। শুধুমাত্র Roots ডাইরেক্টরীতে অবশ্যই টিকমার্ক দিয়ে সার্চ করতে হবে।  )
খ। -r ( হাইফেন ও ইংরেজী ‘আর’ অক্ষর টাইপ করলে) অথবা ”(” (প্রথম বন্ধনী) টাইপ করলে সমস্ত সুরার নাম, আয়াত নম্বরের তালিকা এবং রো নাম্বারের তালিকা পেয়ে যাবেন। এখান থেকে হাইফেন ও ইংরেজী আর অক্ষর সম্মলিত রো নাম্বার ও তার পাশের আয়াত নাম্বারটি সিলেক্ট করে সার্চ করলে ঐ আয়াতে কতগুলো রুট ওয়ার্ড রয়েছে, ঐ রুট ওয়ার্ডগুলো কোন কোন আয়াতে কতবার এসেছে তার পূর্ণ সার্চ রেজাল্ট পেয়ে যাবেন।  ( এ বিষয়টি প্রোগ্রামারদের জন্য প্রতিটি আয়াতের জন্য একটি ইউনিক প্রোগ্রামিং রো নাম্বার সন্নিবেশ করা হয়েছে) 
--------------------------------------------------------------------------------------------------------
TIP -(2)  :        Zekr এ্যাপ দ্বারা কুরআন ও হাদীসের যে কোন ডকুমেন্ট  টেক্সট”/”এইচটিএমএল” (.txt / .html) ফর্মেটে সার্চ করা যাবে। ড্রপডাউনলিষ্টে পবিত্র কুরআনের সমস্ত শব্দের প্রতিটি রূপ সম্বলিত ১৯৪২৯+১৬৭০০  টি শব্দের পুরো তালিকা সংযোজন করে দেওয়া হয়েছে। এ তালিকার বাইরে  পবিত্র কুরআনে কোন শব্দ নেই। সুতরাংপ্রথমে কীবোর্ড দিয়ে সার্চ বক্সে একটি আরবী অক্ষর লিখুনঐ নির্দ্দিষ্ট অক্ষরটি অনুযায়ী ড্রপডাউন লিষ্ট এ্যাক্টিভ হবে। এবার মোবাইলের ব্যাক বাটন চেপে কীবোর্ড এবং ড্রপডাউন লিষ্ট উভয়টি বন্ধ করে দিনএখন সার্চ বক্সে শুধু আপনার টাইপ করা অক্ষরটিই আছেএ অবস্থায় স্ত্রীণের উপরের বামপাশের কোনায় ড্রপডাউন লিষ্টে  ক্লিক করুনএবার দেখুন ড্রপডাউন লিষ্টটি আপনার টাইপকরা অক্ষর সম্বলিত শব্দাবলী নিয়ে পুরো স্ক্রীনজুড়ে সর্বাধিক জায়গা নিয়ে ওপেন হয়েছেএবার স্ক্রল করে  ড্রপডাউন থেকে ঐ অক্ষর দ্বারা তৈরী আপনার প্রয়োজনীয় শব্দটি সিলেক্ট করুন। এবার প্রয়োজনে এডিট বক্সে কীবোর্ডের ব্যাকস্পেস চেপে চেপে (আরবী) শব্দের শেষের দিক থেকে একটি করে অক্ষর মুছতে থাকুন এবং তাহলেই দেখবেন সর্বাধিক সার্চ ক্রাইটেরিয়া সম্বলিত ড্রপডাউনে আস্তে আস্তে বেশী শব্দ প্রদর্শন করতে থাকবেএবার সার্চ বাটনে ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে এন্টার দিন। তবে হরকতবিহীন সার্চ এর উপর বেশী গুরুত্ব দিন। তাহলে সবচেয়ে বেশী ক্রাইটেরিয়া এবং সঠিক ফলাফল পাবেন। হরতকত বিহীন সার্চ রেজাল্টের যে কোন রো এর উপর লংপ্রেস করলেই ঐ আয়াতের হরকত সহ সংস্করণ, অনুবাদ  ও তাফসীর পেয়ে যাবেন। 

-----------------------------------------------------------------------------------------------------------
Tip (3) : গুরুত্বপূর্ণ : আপনি যদি সার্চ রেজাল্টে কোন সুরার একটি মাত্র আয়াতও সার্চ করে পান, তাহলে ঐ আয়াতের উপর লংপ্রেস করলেই পূর্ণ সুরাটি ওপেন হয়ে যাবে। অথবা ”(” প্রথম বন্ধনী টাইপ করে বাংলায় যে কোন নম্বর টাইপ করুন।
--------------------------------------------------------------------------------------------------------------
Tip (4) :
ArabicSearch ডাইরেক্টরীতে  হরকত বিহীন আরবী সার্চেই সবচেয়ে বেশী ক্রাইটেরিয়া পাওয়া যাবে। 
তবে Expl ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে হরকত বিহীন আরবী  যে কোন হাদীসও খুজতে পারবেন। কারণ তাফসীর হলো হাদীসের এক বিশাল ভান্ডার। 
-----------------------------------------------------------------------------------------------------------


ডাউনলোড করুন : 

১।  Zekr App  এবং  Data Bundle  : আরবী ও বাংলা তরজমা সহ ৩০ পারার সম্পূর্ণ তাফসীর, ১১৪ টি সূরার ভূমিকা এবং সম্পূর্ণ বুখারী শরীফ ১০ খন্ড, Quran Root words List and Search Result For Programmers AND advanced Users.
.
(A)    Version 2:   API-Level - 8-Android Froyo-  (lower-google-signed-apk) - (জিপ ১৭ এমবি মাত্র)- :-   ডাউনলোড । 
.
(B)    Version 1:    API-Level-25 - Android Naughat (Latest-google-signed-apk)  - (জিপ ১৭ এমবি)- :-   ডাউনলোড । 
.
-------------------------------------------------------------
হাদিয়া :
জেকর এ্যাপটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে ”এ্যাড ফ্রি” এবং ”ফ্রি ডাউনলোড” এ দ্বীনি এ্যাপটির জন্য তৈরীর প্রজেক্টে “আপনার সামর্থ্য অনুযায়ী” (কমপক্ষে ২০০/= টাকা) এবং ” বিত্তশালীগণ যাকাতের টাকা” প্রেরণ করে নিয়মিত অংশগ্রহণ করুন। আপনার দান গোপন রাখা হবে। যদিও এ্যাপ আমরা ”এ্যাড ফ্রি” এবং “ফ্রি ডিষ্ট্রিবিউশন এবং ডাউনলোড” করে দেই, কিন্তু গুগলের ফিস, ডাটা এডিট ও ডেভেলপমেন্ট খরচ, এবং আপলোড ফিস অবশ্যই পরিশোধ করতে হয় । অতএব আপনার সহযোগীতা কাম্য।
.
বিকাশ নম্বর : 01884597895  (personal)
.
---------------------------------------------------------------------------------------------------------------

.
.
-------------------------------------------------
وَإِذْ يَرْفَعُ إِبْرَ‌ٰهِۦمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَـٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ [٢:١٢٧]

(২-সুরা বাক্বারা:১২৭.) আর স্মরণ করো, ইবরাহীম ও ইসমাঈল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল, তারা দোয়া করে বলছিলঃ “হে আমাদের রব! আমাদের এই খিদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত।
-----------------------------------------------------------------------------------------------------



   




Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...