আল কুরআন – এর আয়াত
সমূহের বিষয়
ভিত্তিক অভিধান ও সংকলন
·
মোহাম্মদ নুর
হোসেন
·
যে বিষয়টি খোজ করতে চান, নিচের টেবিলে সে বিষয়ের নামের অদ্যাক্ষরে
ক্লিক করুন, অদ্যাক্ষর সম্বলিত একটি তালিকা আসবে, তালিকায়
আপনার প্রয়োজনীয় বিষয়ের উপর ক্লিক করলে উক্ত বিষয়ে কুরআনের আয়াতগুলো পেয়ে যাবেন
ইনশাআল্লাহ।
যেমন : ঈ > ঈমান, আ > আল্লাহর গুণাবলী ক্ষমতা ও কার্যাবলী, ক্ষ > ক্ষমা লাভ করার শর্তাবলী, র > রাষ্ট্রক্ষমতা, আ > আইন, ব > বিচার ব্যবস্থা, ন> নবী > নবী ও রাসুলগণের দায়িত্ব ও কর্তব্য, দ > দাওয়াতী কাজ, দ > দ্বীন প্রতিষ্ঠা, প > পরকাল , ইত্যাদি বিষয়ে কুরআনের বিষয় ভিত্তিক আয়াত গুলো দেখে নিন, প্রায় কয়েকশো বিষয়ে আয়াত গুলো সাজানো হয়েছে :।
( সাইটটি
পূর্ণাঙ্গ ভাবে এখনও তৈরী হয়নি। এর কার্যক্রম চলমান রয়েছে। তাই সব অক্ষরে ক্লিক করলে
লিংক নাও আসতে পারে। )
নিচের টেবিলে যে কোন বিষয়ের
নামের অদ্যাক্ষরে ক্লিক করুন :
তাফহীমুল কুরআন ডাউনলোড করুন :
|
||||||||
No comments:
Post a Comment