TAFHIMUL QURAN IN MS WORD MENU BAR ADD IN

তাফহীমুল কুরআন বাংলা ও আরবী সার্চ  - Al Quran Search And Browse  ( পিসি ভার্সন )  : 


1) 

 Al Quran Search And Browse: (Version : Laptop / Desktop Windows Version, recommended, Supported, Updated.



Tafhimul Quran Desktop App - Tafhimul Quran Windows App - Al quran Search And Browse For Windows - তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।


এ্যান্ড্রয়েড তাফহীমুল কুরআন এ্যাপ Al Quran Search And Browse এর ন্যায় উইন্ডোজ এর জন্যও তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ তৈরী করা হলো।

অন্যান্য তাফসীর ও অনুবাদ মিলিয়ে প্রায় ১৫০ টি, ফী যিলালিল কুরআন, ১৮০ টিরও বেশী ইসলামী সাহিত্য, ১৮ টির হাদীস গ্রন্থ, আল কুরআন বাংলায় ও আরবীতে সার্চ করার সুবিধা, আরবী রুট ওয়ার্ড সার্চ, আল কুরআনের সকল শব্দের শব্দার্থ ও গ্রামার, ২৪ জন ক্বারীর কুরআন তিলাওয়াত - ইত্যাদি আরো সুবিধা সহ এই এ্যাপটিতে পাবেন ইনশাআল্লাহ।


তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ - এ হাফেজী কুরআন সংযোজন করা হয়েছে।
তিন রকমের হাফেজী কুরআন :
১) পারা ও পৃষ্ঠা ভিত্তিক
২) সুরা ও রুকু ভিত্তিক
৩) ইমদাদিয়া পিডিএফ ।
যারা প্রতিদিন এক রুকু করে কুরআন অধ্যয়ন করতে চান, তাদের জন্য সুরা ও রুকু ভিত্তিক সিস্টেম অত্যন্ত উপযোগী হবে।
হাফেজী কুরআন এর আরেকটি বিশেষত্ব হলো একবার প্লে দিলেই এক পৃষ্ঠা বা এক রুকু তিলাওয়াত হয়ে যাবে। তিলাওয়াত শেষে প্লে দিলে আবার ঐ রুকুটিই পুনরায় প্রথম থেকে তিলাওয়াত হবে।
মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি।
ডাউনলোড লিংক : (৬৪ বিট) :




///////////////////////////////////////

2) 

(Unsupported, Outdated ) 

TAFHIMUL QURAN IN MS WORD MENU BAR


আলহামদুলিল্লাহ, তাফহীমুল কুরআনের একটি সার্চ সফ্টওয়্যার ডেভেলপ করা হলো

আপনি কি এমএস ওয়ার্ড ব্যবহার করেন ? (যে কোন ভার্সন ?)। কুরআনের আয়াত, অনুবাদ ও তাফসীর লেখা বা পড়ার জন্য অন্যত্র কোথাও থেকে সাহায্য অথবা কপি পেষ্ট করতে হয় ? তাহলে আপনার পরিশ্রম ও সময় এখন বহুগুণ লাঘব হয়ে যাবে এবং এখন আপনি এমএস ওয়ার্ড ডকুমেন্টে বসেই কুরআনের যে কোন আয়াত, অনুবাদ ও তাফসীর পেয়ে যাবেন, ইনশাআল্পাহ।  

এ সফ্টওয়্যারটি মাইক্রোসফ্ট ওয়্যার্ডের একটি মেনু  হিসেবে কাজ করবে। এটি ইনষ্টল করার পর মাইক্রোসফ্ট ওয়ার্ডের মেনু মেনুবারের একেবারে ডান পাশে Al-Quran নামে নতুন একটি মেনু যোগ হয়েছে।


উপরের চিত্রে দেখুন : মেনুবারের একেবারে ডানপাশে Al-Quran নামে নতুন একটি মেনু যোগ হয়েছে।

(বিঃদ্রঃ এছাড়াও ডকুমেন্টে রাইট বাটনে ক্লিক করলেও যে মেনু আসে সেখানে আল কুরান এর একটি মেনু দেখতে পাবেন এবং তাতে ক্লিক করলেও প্রোগ্রামটি চালু হবে।)
আর যেসব ওয়ার্ড ডকুমেন্টের মেনু বার রিবন সিস্টেমে, সেখানে Add-Ins ট্যাবে ক্লিক করলে Al-Quran নামে নতুন একটি এ্যাডইন দেখতে পাবেন।নিচের চিত্রে দেখুন :
এরপর Browse AL-Quran ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় ডায়লগ বক্স আসবে। এখান থেকে প্রথমে যে কোন সুরায় ক্লিক করতে হবে, এরপর যে কোন আয়াত নাম্বারে (অবশ্যই) ক্লিক করতে হবে, এরপর আয়াত নাম্বারে ক্লিক করে  Arabic বাটনে ক্লিক করলে আরবীতে আয়াত,  Translation এ ক্লিক করলে ঐ আয়াতের অনুবাদ ও তাফসীর এমএস ওয়ার্ড ডকুমেন্টে পেষ্ট হয়ে যাবে। দেখুন আমরা সুরা হিজর (১৫ নং সুরা) এর ১ নংআয়াত ক্লিক করেছি :





অফিস ২০১৬ : 

যারা ইসলামিক লেখালেখি করেন, তাদের অনেক সময়ই কুরআন এর আয়াত এর দরকার হয়। এখানে এমন দুটি সফ্টওয়্যার দেয়া হলো যা এমএস ওয়ার্ড এ নতুন একটি মেনু যোগ করবে। যেখানে কুরআনের যে কোন সুরা ও আয়াত নাম্বার চিহ্নিত করে দিলেই ঐ আয়াতটি অনুবাদ ও তাফসীর সহ এমএসওয়ার্ডে অটোমেটিক টাইপ হয়ে যাবে। তাও আবার ইউনিকোড ক্যারেক্টারে।
আলকুরআনের আয়াত, অনুবাদ ও তাফসীর সার্চ করার সুবিধাও পাবেন। আরবী অথবা বাংলা - যে কোন একটি শব্দ (ইউনিকোড ক্যারেক্টারে) লিখে দিলেই ঐ শব্দটি কোন কোন সুরায় কতটি আয়াতে আছে তার অনুবাদ ও তাফসীর সহ কয়েক মুহুর্তেই সার্চ করে সামনে নিয়ে আসবে এবং প্রয়োজনীয় আয়াতে ক্লিক করলেই তা এমএস ওয়ার্ড ডকুমেন্টে অটোমেটিক টাইপ হয়ে যাবে।

যারা কুরআন নিয়ে গবেষণা করেন, বা কুরআন জানতে চান তাদের জন্য এ এ্যাডইন অবারিত সুযোগ নিয়ে আসবে ।  
শব্দ অনুযায়ী আয়াত সার্চ করা, তাফহীমুল কুরআন ব্রাউজ করা ও ইনষ্টলেশনের বিস্তারিত নিয়ম ও ডাউনলোড লিংক : https://goo.gl/5hIL5T



চিত্র: ডাউন লোড । এ চিত্রে () এই চিহ্নের উপর ক্লিক করে ডাউন লোড করুন।

ডাউনলোড করুন এখান থেকে : https://goo.gl/5hIL5T (রিলিজ : ৩১/১২/২০১৬ )
অথবা,
ডাউনলোড করুন এখান থেকে : https://goo.gl/Tprgp0  (আপডেট : ০৭/০১/২০১৭) । 

আপনার  পরামর্শ এবং মন্তব্য নিচে লিখে পোষ্ট করুন । 

(বি:দ্র: zekr  সফ্টওয়্যারে তাফহীমুল কুরআন সংযোজনের কাজ চলছে। অচিরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। )





Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...