কবরের সওয়াল জওয়াব

 

কবর না দিয়ে ফ্রিজিং করে রাখা লাশের সুওয়াল জওয়াব হবে কি?

প্রশ্ন

মুহতারামের কাছে আমার প্রশ্ন হল, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তাকে যদি ফ্রিজিং করে রেখে দেয়া হয়। কবর দেয়া না হয়। তাহলে উক্ত ব্যক্তির মুনকার নকীরের সওয়াল জওয়াব কখন হবে? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বরযখী জীবন বলা হয় মৃত্যুর পর থেকে নিয়ে হাশরের ময়দানে উত্থানের সময়টাকে।

প্রতিটি ব্যক্তিকেই সেই জগতে প্রবেশের পর সওয়াল জওয়াব করা হবে। চাই তাকে কবরে রাখা হোক বা জ্বালিয়ে দেয়া হোক। কিংবা পানিতে ভাসিয়ে দেয়া হোক।

সুতরাং কবর না দিয়ে ফ্রিজিং করে রেখে দিলেও তার সওয়াল জওয়াব হবে। সেটি মৃত্যুর পর যেকোন সময়ই হতে পারে।

فاما سؤال منكر ونكير فقال أهل السنة أنه يكون لكل ميت سواء كان فى قبره أو فى بطون الوحوش أو الطيور أو مهاب الريح بعد أن أحرق وذوى فى الريح (اليواقيت والجواهر-2/138)

ان الغريق فى الماء أو المأكول فى بطون الحيوانات أو المصلوب فى الهواء يعذب، وإن لم نطلع عليه (نبراس-445، 210)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...